English Version
আপডেট : ১৯ জানুয়ারি, ২০১৬ ১৮:১৮

বিদ্যা দখল করছেন সানি লিওনের স্থান?

অনলাইন ডেস্ক
বিদ্যা দখল করছেন সানি লিওনের স্থান?

খবরটা রীতিমতো চমকে ওঠার মতো ! অবশ্য সানি লিওনেরও এ ব্যাপারে আপত্তি নেই! তেমনটাই অন্তত জানাচ্ছেন নায়িকা। হয়েছে কী? 'দ্য ডার্টি পিকচার'-এর সাফল্যের পর বলিউডে এখন কথা চলছে ছবির একটা সিকুয়েল বানানোর। ওই ছবিতে তুলে ধরা হয়েছিল দক্ষিণের জনপ্রিয় যৌনপ্রতিমা সিল্ক স্মিতার জীবন। সে ভাবেই সিকুয়েলেও দেখা যাবে ভারতীয় ছবির জনপ্রিয় কোনও যৌনপ্রতিমার জীবন!

প্রশ্ন হল, কে হতে পারেন তিনি?

এই জায়গায় এসে প্রশ্নটাও অনেক সহজ হয়ে গিয়েছিল। উত্তরটাও ছিল জানা! সানি লিওন ছাড়া আর কার জীবন নিয়েই বা বানানো যায় দ্য ডার্টি পিকচার ২! আর ঠিক সেখানেই দেখা দিল সমস্যা। সানি লিওন প্রস্তাব ওঠা মাত্র খারিজ করে দিয়েছিলেন সেটাকে।
কেন? তার জবাব মিলল এতদিনে। বায়োপিক নিয়ে এমনিতে সানির কোনও আপত্তি নেই! আপত্তি শুধু সেলুলয়েডে কে তার ভূমিকায় অভিনয় করবেন, তা নিয়ে!
সানির বক্তব্য, যদি বিদ্যা বালান আমার চরিত্রে অভিনয় করেন, একমাত্র তবেই অনুমতি দিতে পারি!
বিদ্যা কি সে কথা শুনেছেন? ডার্টি পিকচার-কে জনপ্রিয় করেছেন তিনিই! এবার যদি ছবির সিকুয়েলেও তিনি ফিরে আসেন, তার চেয়ে আনন্দের আর কী হতে পারে! বিদ্যা এখনও পর্যন্ত এ ব্যাপারে কিছুই জানাননি! জানালেই দ্রুত আপনাদেরও জানিয়ে দেব।