English Version
আপডেট : ১৯ জানুয়ারি, ২০১৬ ১৭:৩০

রণবীরের কাছ থেকে আলাদা থাকায় সালমানের হাত নেই :ক্যাটরিনা

অনলাইন ডেস্ক
রণবীরের কাছ থেকে আলাদা থাকায় সালমানের হাত নেই :ক্যাটরিনা

সালমান খানের পরামর্শেই রণবীর কাপুরের সঙ্গে সর্ম্পকে চিড় ধরেছে- এমন খবরে আর চুপ থাকতে পারলেন না বলিউড সুপারস্টার ক্যাটেরিনা কাইফ। জানালেন, সালমানকে নিয়ে যা রটেছে সব মিথ্যা। রণবীরের কাছ থেকে আলাদা থাকার পেছনে সালমানের কোন হাত নেই।

মঙ্গলবার ক্যাটরিনা তার মুখপাত্রের মাধ্যমে জানান, 'সুলতান'এর পরিচালক আলি আব্বাস জাফর তার দীর্ঘ দিনের বন্ধু। এবারই নতুন নয়, এর আগেও আলি আব্বাসের জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। এবার সেখানে গিয়ে সালমানের সঙ্গে তার দেখা। কিন্তু তাদের মধ্যে কোন গোপন আলাপ হয়নি। গণমাধ্যমে যা রটেছে তা মিথ্যা।
 
মুখপাত্র আরো জানান, এ ধরনের মিথ্যা না রটাতে সবার প্রতি অনুরোধ করেছেন ক্যাট।
 
বলিউড পাড়ায় এখন জোর গুজব- এবার সত্যি রণবীর-ক্যাটের বিচ্ছেদ হয়ে গেছে। সম্প্রতি ক্যাটরিনার কার্টার রোডের ফ্ল্যাট ছেড়ে হিল রোডের উইলসন অ্যাপার্টমেন্টে চলেও গেছেন রণবীর। এদিকে, ক্যাটও চলে গেছেন দিল্লিতে। গত শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এই জুটির বিচ্ছেদের খবর যখন ভাইরাল, তখন দিল্লিতে 'ফিতুর'-এর প্রচারণায় ব্যস্ত ছিলেন ক্যাট।
 
বেশ কয়েক বছর ধরেই প্রেম করছিলেন রণবীর কাপুর (৩৩) ও ক্যাটরিনা কাইফ (৩২)। এক বছর ধরে দুজনে থাকছিলেন একই ছাদের তলায়!
'তামাশা' ছবির পর এই যুগলের সম্পর্ক ঠিক নেই বলে জানা যায়। কিন্তু বছর শেষে ক্যাট-রণবীরের ইবিজায় ঘনিষ্ঠ মুহূর্ত কাটানো বা শশী কাপুরের বড়দিনের লাঞ্চে একসঙ্গে যাওয়া অনেকটাই থামিয়ে দিয়েছিল সেই গুঞ্জন। কিন্তু সব ছাপিয়ে বডিউড পাড়ায় এখন জোর গুঞ্জন- সত্যি বিচ্ছেদ হয়ে গেছে রণবীর-ক্যাটের।