English Version
আপডেট : ১৯ জানুয়ারি, ২০১৬ ১৪:২১

জলি আউট ! জিতের নায়িকা ফারিয়া...

অনলাইন ডেস্ক
জলি আউট ! জিতের নায়িকা ফারিয়া...

টালিগঞ্জের সুপারস্টার জিৎ। ঢাকাই ছবিতে তাকে অভিনয় করানো নিয়ে গেল দুই বছর অনেক কথা হয়েছে। শেষ পর্যন্ত সেই চেষ্টায় ফল ফলেছে। দেশীয় চলচ্চিত্রের তারকা প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জিৎকে নিয়ে ছবি বানাচ্ছে।  জাজ ঘোষণা দিয়েছে, শিগগরিই তাদের ব্যানারে ‘বাদশা’ নামের একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন জিৎ। ছবিটি যৌথভাবে পরিচালনা করবেন বাংলাদেশ থেকে সৈকত নাসির আর কলকাতার বাবা যাদব। সেখানে নায়িকা হিসেবে থাকবেন ‘অঙ্গার’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হওয়া জলি। এতদিন এটাই জেনে এসেছেন সবাই।  কিন্তু সোমবার কলকাতার বাংলা পত্রিকা ‘এবেলা’তে ‘জিতের নায়িকা ফারিয়া’ শিরোনামের এক সংবাদে বলা হয়েছে কলকাতার এসকে মুভিজ ও ঢাকার জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনার ‘বাদশা’ নামের ছবিটিতে জিতের বিপরীতে নায়িকা থাকছেন নুসরাত ফারিয়া। সেখানে আরো বলা হয়েছে ছবিটি কলকাতা থেকে পরিচালনা করবেন বাবা যাদব। আর ঢাকা থেকে কেউ পরিচালনা করবেন কি না সেটি নিশ্চিত নয়।  এবেলাতে সংবাদটি প্রকাশের পর  জিতের বিপরীতে ‘বাদশা’ ছবির নায়িকা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে কি ‘অঙ্গার’ ছবিতে জলির কাঁচা অভিনয়ের জন্য তাকে সরিয়ে ফারিয়াকে নেয়া হচ্ছে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চলচ্চিত্রপাড়ায়। এ বিষয়ে জানতে চাইলে জাজের সিইও আলিমুল্লাহ খোকন জানান, এ বিষয়ে তিনি কিছুই বলতে পারছেন না। ছবিতে জিতের নায়িকা কে থাকছে এ বিষয়ে জানতে পরিচালক সৈকত নাসিরের সঙ্গে যোগাযোগ করলে বাদশা ছবিটি তিনি পরিচালনা করছেনা বলে জানালেন। নাসির বলেন, ‘আমি এই ছবিটি করছি না। কারণ, আমার নতুন ছবি ‘হিরো ৪২০’ মুক্তি পাবে ভালোবাসা দিবসে। এই ছবিটি তৈরি করতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। এখন দিনরাত ব্যস্ত রয়েছি এর ডাবিং নিয়ে। সঙ্গে যোগ হবে প্রচারণার চাপ। সেজন্য ছবিটি মুক্তির পর আমি কিছুদিন বিশ্রামে থাকব বলে ভাবছি। তাই এই ছবির নায়িকাে হিসেবে শেষপর্যন্ত কাকে নেয়া হচ্ছে সেটি আমি বলতে পারছি না।’

তাই শেষ পর্যন্ত বাদশা ছবিতে জিতের নায়িকা হিসেবে কাকে দেখা যাবে এ বিষয়ে অস্পষ্টতা রয়েই গেল।