English Version
আপডেট : ১৯ জানুয়ারি, ২০১৬ ১৩:০৮

অশীতিপর তরুণের জন্মদিন আজ

অনলাইন ডেস্ক
অশীতিপর তরুণের জন্মদিন আজ

 

আশিঊর্ধ্ব বয়সেও তার তারুণ্য অবাক করে সকলকে। সেই আগের মতই অসাধারন তার অভিনয়। সিনেমার সংলাপগুলিকে তিনি তার আশ্চর্য ক্ষমতাবলে জীবন্ত করে তুলেন। গতবছর মুক্তি পাওয়া সর্বশেষ ছবি ‘বেলা শেষে’ দেখে মনে হয়নি তার বেলা শেষ হয়ে আসছে। আজও তিনি আশ্চর্য রকম অকপট। দুই বাংলায় যার অগণিত ভক্ত। তার অভিনয়ের গুনগ্রাহী।

তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়। আজ ১৯ জানুয়ারি এই প্রখ্যাত অভিনেতার বিরাশিতম জন্মদিন।সত্যজিৎ রায়ের ৩৪টি সিনেমার ভিতর ১৪টিতে অভিনয় করেছেন তিনি। এখনও অভিনয় করে যাচ্ছেন। ১৯৫৯ সালে তিনি প্রথম সত্যজিৎ রায়ের পরিচালনায় “অপুর সংসার” ছবিতে অভিনয় করে প্রসংশা অর্জন করেন তারপর আর ফিরে তাকাতে হয়নি। সত্যজিতের তুমুল জনপ্রিয় চরিত্র অপু, ফেলুদা সহ বাণিজ্যিক সিনেমাতেও অভিনয় করেছেন এই গুণী অভিনেতা। সৌমিত্র চট্টোপাধ্যায় ফ্রান্সের সর্বোচ্চ সম্মান 'Officier des Arts et Metiers' পেয়েছেন । সত্তরের দশকে তিনি ‘পদ্মশ্রী’ পান কিন্তু তিনি তা গ্রহণ করেননি । পরবর্তী কালে তিনি ‘পদ্মভূষণ’ পুরস্কার লাভ করেন । ২০১২ সালে তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’-এ ভূষিত করা হয়।