English Version
আপডেট : ১৮ জানুয়ারি, ২০১৬ ১৯:১২

পিরিয়ড লুকিয়ে রাখার জিনিস নয়: পরিনীতি চোপড়া

অনলাইন ডেস্ক
পিরিয়ড লুকিয়ে রাখার জিনিস নয়: পরিনীতি চোপড়া

 

মেয়েদের পিরিয়ড নিয়ে কুসংস্কারের শেষ নেই। পশ্চাৎপদ সমাজে মেয়েদের পিরিয়ড হলে তাকে আলাদা রাখার একটা প্রবণতা আছে। এতদিন পিরিয়ড নিয়ে নানারকম ট্যাবু চালু ছিল। কিন্তু এখন সময় এসেছে সেই সব ট্যাবু থেকে বেরিয়ে আসার। এবার তাই পিরিয়ড নিয়ে মুখ খুললেন বলিউড স্টার পরিণীতি চোপড়া। অনুষ্ঠানে এসে পরিণীতি বলেন, এটি মেয়েদের একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। তাই পিরিয়ড বিষয়টা এত লুকিয়ে রাখার কী আছে? আর আড়াল-আবডাল নয়, এবার খোলাখুলি কথা বলার সময় এসেছে। একটি এফএমসিজি প্রডাক্টের অনুষ্ঠানে এসে এমন মন্তব্য করলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া।

শুধু তা-ই নয়, এখনও আমাদের সমাজে, পরিবারে চালু থাকা একাধিক ট্যাবু নিয়েও মন্তব্য করেন পরিণীতি। সাফ জানালেন, পিরিয়ড চলাকালীন মেয়েদের কী কী করা উচিৎ নয়। কিন্তু এখন সময় এসেছে সেই কুসংস্কারাচ্ছন্ন ধ্যানধারণা থেকে বেরিয়ে আসার।