English Version
আপডেট : ১৮ জানুয়ারি, ২০১৬ ১৪:১২

মায়ার বাঁধন ছেড়ে গেলেন মনপ্রীতি

অনলাইন ডেস্ক
মায়ার বাঁধন ছেড়ে গেলেন মনপ্রীতি

‘তুঝে ইয়াদ না মেরি আয়ে..কিসিসে আজ ক্যায়া কেহনা’… অঞ্জলির প্রথম প্রেম হারানোর যন্ত্রণায় পরদায় কাঁদছেন কাজল৷ আর গানে সে যন্ত্রণার ছবি আঁকছেন মনপ্রীত আখতার৷ ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির বিখ্যাত এ গানের গায়িকাই আজ সুরলোকে৷ ৫৫ বছর বয়সে পাতিয়ালার এক হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷

লোকসংগীতের ছোঁয়া এবং ধ্রুপদীয়ানা- এদুয়ের মিশেল ছিল তার গায়নে৷ ফলত বলিউডে মনপ্রীত একদম অন্য ঘরানার গায়িকা৷ বেশ কিছু পাঞ্জাবী ছবিতে তার গান জনপ্রিয়তা পেয়েছিল৷ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাঞ্জাবের উপ মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল৷ তিনি জানিয়েছেন, সংগীতের প্রতি তার নিষ্ঠাই তাকে সিনেদুনিয়ায় এতখানি জনপ্রিয়তা দিয়েছে৷ এমন কিছু গান তিনি গেয়েছেন, যা মানুষ চিরকাল মনে রাখবে৷ প্রখ্যাত এ গায়িকার আত্মার শান্তি কামনা করেছেন তিনি৷