English Version
আপডেট : ১৭ জানুয়ারি, ২০১৬ ২০:১৯

অক্ষয়-টুইঙ্কলের যৌথযাপনের ১৫ বছর

অনলাইন ডেস্ক
অক্ষয়-টুইঙ্কলের যৌথযাপনের ১৫ বছর

 

টুইঙ্কেল খান্না মাঝে মধ্যে তার উইটি কলম বা কৌতুক লেখনী প্রকাশ করেন৷ সেই লেখনীর জন্য নিজের সুপারস্টার স্বামীর কাছ থেকে আত্মবিশ্বাস ও সাহস পান তা অনেক আগেই জানিয়েছিলেন৷ মনের সব কথা যেমন অকপটে শেয়ার করেন তেমনই দুজনেই একে অপরের মনের কথা বোঝেন৷ এই তারকা দম্পতি সুখে-দুঃখে একসঙ্গে ১৫ বছর পূর্ণ করলেন৷ বিবাহ বার্ষিকীর মতো গুরুত্বপূর্ণ দিনের কথা প্রকাশ করার জন্য টুইটারকে বেছে নিলেন দুজনে৷ 

অক্ষয় কুমার নিজের প্রোফাইলে শেয়ার করেছিলেন কম বয়েসে তোলা দুজনের ছবি৷  অন্যদিকে টুইঙ্কেল শেয়ার করেছিলেন বর্তমানে স্বামীর সঙ্গে সময় কাটানোর একটা ছোট মুহুর্ত। ছবিতে একে অপরের দিকে খোস মেজাজে তাকিয়ে রয়েছেন৷ ১৫ বছরের পথ চলার অভিজ্ঞতা কেমন ছিল, এই একটা ছবি সেই খতিয়ান দিয়ে দিয়েছে৷ 

জীবনের সবচেয়ে বড় উপহার হিসেবে পেয়েছিলেন তাদের দুই সন্তান আরভ ও নীতারা৷ সিনেমা, পরিবার, সন্তান সব কিছু সামলেছেন দুজনে৷ সময় পরিবর্তন হলেও সম্পর্কে ছাপ পড়েনি৷ এমনই তাদের ভালোবাসা৷