English Version
আপডেট : ১৭ জানুয়ারি, ২০১৬ ১৭:২৫

শরীর নিয়ে কথা নয় : পরিণীতি

অনলাইন ডেস্ক
শরীর নিয়ে কথা নয় : পরিণীতি

 

ক্যারিয়ারের শুরুতে তার শারীরিক গঠন নিয়ে কম সমালোচনা হয়নি। যদিও পরে নির্মেদ শরীরে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিলেন। এখন নতুন করে ভক্তদের বিস্মিত করলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। তবে শারীরিক গঠন নিয়ে নয়, মন্তব্য করে।

২৭ বছর বয়সী এই অভিনেত্রী মনে করেন, 'কারও শরীর নিয়ে মন্তব্য করা একেবারেই অনুচিত। শারীরিক গঠন একদমই ব্যক্তিগত বিষয়। তা সুন্দর হলেও আলাদা করে বলার কিছু নেই আর অন্য রকম হলেও সমালোচনা করার অধিকার নেই কারও। এটা নিয়ে মন্তব্য করা অসম্মানজনক।'

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিণীতি বলেন, 'নিজের শরীর নিয়ে নিজের খুশি থাকাটা বেশি গুরুত্বপূর্ণ। যদি কারো শারীরিক গঠন ভালো না লাগে তবে সেটা নিয়ে কিছুটা একটা করা উচিত।'
তবে শরীর নিয়ে মন্তব্য করার প্রবণতা এক সময় অতীত হয়ে যাবে বলেও মন্তব্য করেন 'ইশাকজাদে'র নায়িকা।
 
তিনি বলেন, 'আমি চলচ্চিত্রে কাজ করি। দর্শক টিকেট কেটে আমাকে দেখে। তাদের অধিকার আছে আমাকে নিয়ে মন্তব্য করার। তারা তবে তা অবশ্যই সম্মানের সঙ্গে করা উচিত।'