English Version
আপডেট : ১৭ জানুয়ারি, ২০১৬ ১৭:১৮

তামাক জাতীয় পণ্যের বিজ্ঞাপন না করতে বলি তারকাদের অনুরোধ

অনলাইন ডেস্ক
তামাক জাতীয় পণ্যের বিজ্ঞাপন না করতে বলি তারকাদের অনুরোধ

বলি চলচ্চিত্র তারকাদের তামাক জাতীয় পণ্য বা ওই ধরণের পণ্য প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপনে অংশ নেওয়া থেকে বিরত থাকার আবেদন জানিয়েছে ভারত সরকার। একইসঙ্গে তামাক বিরোধী প্রচারে এগিয়ে আসারও আহ্বান জানানো হয়েছে ওই তারকাদের। আপ পরিচালিত ভারত সরকার এই মর্মে চিঠি পাঠিয়েছে শাহরুখ খান, অজয় দেবগান, সাইফ আলি খান, গোবিন্দা, আরবাজ খান এবং সানি লিওনকে। এই তারকাদের পান মশলা বা সুপারি সহযোগে প্রস্তুত পণ্যের বিজ্ঞাপনে অংশ না নেওয়ার আবেদন জানায় ভারত সরকার।

অনেক পণ্য তামাক জাতীয় না হলেও প্রস্তুতকারী সংস্থা তামাক জাতীয় পণ্য তৈরি করে। এই ধরণের সংস্থার বিজ্ঞাপনেও অংশ নেওয়া থেকেও বিরত থাকার কথা বলা হয়েছে ওই চলচ্চিত্র তারকাদের।

দিল্লির অতিরিক্ত স্বাস্থ্য কর্মকর্তা এসকে আরোরা বলেছেন, তামাক জাতীয় পণ্যের বিজ্ঞাপন না করলেও ওই সংস্থার প্রচার করা হয় যারা তামাক জাতীয় দ্রব্য বিক্রি করে। এর ফলে ক্রেতারা প্রভাবিত হয়। সাধারণ যুব সমাজ চলচ্চিত্র তারকাদের জীবনযাপন অনুসরণ করে চলতে চায়। তারা বিজ্ঞাপনে প্রভাবিত হয়ে তামাকে আকৃষ্ট হলে সমূহ বিপদ দেখা দিতে পারে বলে জানিয়েছেন আরোরা।

ইদানীংকালে মহিলারাও ধূমপানসহ একাধিক মাদকে আসক্ত হচ্ছেন। এই প্রবণতা মারাত্মক ভয়ঙ্কর হতে পারে বলেও মন্তব্য করেছেন দিল্লির অতিরিক্ত স্বাস্থ্য কর্মকর্তা। চলচ্চিত্র তারকাদের উদ্দেশ্যে তিনি বলেছেন, সকল চলচ্চিত্র তারকাদের কাছে আমার বিনীত অনুরোধ, তারা যেন তামাক প্রস্তুতকারী কোনও প্রকার সংস্থার বিজ্ঞাপনে অংশ না নেয়। এতে যুব সমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেইসঙ্গে তার দাবি, তামাক বিরোধী প্রচারে চলচ্চিত্র তারকারা এগিয়ে আসলে লক্ষাধিক অপ্রতিরোধ্য মৃত্যু আটকানো যাবে।

ভারতে তামাক বা মাদক জাতীয় দ্রব্যের বিজ্ঞাপন নিষিদ্ধ। কিন্তু, বহু সংস্থা ঘুরপথে এই ধরণের পণ্যের বিজ্ঞাপন করে থাকে। এই ধরণের একাধিক সংস্থার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন। চলতি বছরের ১৮ই ফেব্রুয়ারি ওই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা আছে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের দেওয়া তথ্য অনুযায়ী, ভারতে প্রতিদিন গড়ে ১৩০০ জন মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। এর মধ্যে শতকরা ৪০ ভাগ তামাক সেবনকারী।