English Version
আপডেট : ১৭ জানুয়ারি, ২০১৬ ১৫:৩৭

সত্তরে চতুর্থ বিয়ে করলেন কবীর বেদি

অনলাইন ডেস্ক
সত্তরে চতুর্থ বিয়ে করলেন কবীর বেদি

সত্তরেও তিনি তরুণ। হলিউড আর বলিউডের প্রবীণ অভিনেতা কবীর বেদি ৭০ বছর বয়েসে ফের চতুর্থ বিয়ে করলেন। গত শুক্রবার তিনি বিয়ে করলেন দীর্ঘ দিনের সঙ্গিনী ৪২ বছরের পরভীন দুসাঞ্জকে। পরদিন শনিবার ১৬ জানুয়ারি ছিল তার ৭০তম জন্মদিন।জন্মদিনেই মুম্বইতে বিয়ের পার্টি দিয়েছিলেন তিনি। ঘনিষ্ঠ আত্মীয়স্বজনেরা ছাড়াও এসেছিলেন বলিউডের বন্ধুরাও।

পার্টিতে নিমন্ত্রিতদের মধ্যে ছিলেন গুলশান গ্রোভার। সিনেমায় ভয়ঙ্কর ভিলেন হলেও, বাস্তব জীবনে সুরসিক মানুষ। কবীরকে উইশ করে গুলশানের টিপ্পনি, তার জীবনে আরও অন্তত ১০টি বিয়ে হোক। কবীর রীতিমতো এনজয় করলেন কথাটা। এবং বললেন, ‘আরও কাজ করতে চাই, চাই অস্কারটা জিততে’।

২৯ বছরের ছোট, ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ, পরভীন দুসাঞ্জের সঙ্গে গত ১০ বছর ধরে থাকছিলেন কবীর। বিয়ের খুশিতে উচ্ছ্বল কবীর শনিবার নিজেই জানিয়েছেন, ‘ছ-বছর আগে রোমে ঐতিহাসিক স্প্যানিশ স্টেপসে আমি পরভীনকে বিয়ের প্রস্তাব দিই। পরভীন রাজি হয়। কিন্তু কবে বিয়ে করবে তা নিয়ে আমাকে ঝুলিয়েই রেখে দিয়েছিল’।

৭০ বছরের কবীর বেদী এর আগে তিনবার বিয়ে করেছেন। প্রথম স্ত্রী প্রতিমা বেদি উত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে মারা যান। তার পরের দুই স্ত্রী সুসান হামফ্রেজ এবং নিকি বেদি। নিকির সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয় ২০০৫ সালে। তার কিছুদিন পর থেকেই পরভীন দুসাঞ্জের সঙ্গে ডেটিং শুরু হয় কবীর বেদির।