English Version
আপডেট : ১৭ জানুয়ারি, ২০১৬ ১৫:০০

‘পশমিনা’-র জন্য হাড় ভাঙলেন ক্যাট

অনলাইন ডেস্ক
‘পশমিনা’-র জন্য হাড় ভাঙলেন ক্যাট

‘ফিতুর’-এ ‘পশমিনা’ গানে  নৃত্যবিভঙ্গে নজর কেড়েছেন বলিউড ডিভা ক্যাটরিনা কাইফ। কিন্তু বিষয়টি মোটেও সহজ ছিল না। আক্ষরিক অর্থেই হাড়ভাঙা পরিশ্রম করতে হয়েছে তাঁকে এবং আদিত্য রায় কাপূরকে।  ক্যাটরিনা নিজেই এ কথা জানিয়েছেন। প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার এক ফ্যাশন শো-তে ক্যাটওয়াক চলাকালে ক্যাটরিনা জানিয়েছেন, ‘পশমিনা’ গানের শ্যুটিংয়ের জন্য তিনি ও আদিত্য বড়দিন ও নতুন বছরের ছুটি নিতে পারেননি। ক্যাটরিনা বলেছেন, আমাদের কয়েকটা হাড়ও ভেঙেছে এবং জখম হয়েছি। ক্যাটরিনা জানিয়েছেন, এই গানের জন্য ঘন্টার পর ঘন্টা রিহার্সাল দিতে হয়েছে। চার্লস ডিকেন্সের গ্রেট এক্সপেক্টেশন অবলম্বনে অভিষেক কাপূর পরিচালিত ফিতুর আগামী ১২ ফেব্রুয়ারি মুক্তি পাবে। এই সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন টাব্বু।