English Version
আপডেট : ১৬ জানুয়ারি, ২০১৬ ১৭:৫৮

ইন্ডাস্টির বড় তারকার কাছে যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন কঙ্গনা

অনলাইন ডেস্ক
ইন্ডাস্টির বড় তারকার কাছে যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন কঙ্গনা

বলিউডের গ্ল্যামারের আড়ালে থাকা অন্ধকার জগতের কথা নিয়ে এর আগে অনেক অভিনেত্রীই মুখ খুলেছেন। এবার নিজের জীবনের এই অভিজ্ঞতা লিখে বই প্রকাশ করতে চলেছেন কঙ্গনা রানাউত। বলিউডে পা রাখার আগেই মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন কঙ্গনা। মাত্র ১৭ বছর বয়সে।

একটি বই প্রকাশ অনুষ্ঠানে কঙ্গনা বলেন, যে ভাবে আমি জীবনে ব্যর্থতার সঙ্গে লড়েছি তা বইতে তুলে ধরতে চাই। সাফল্য আপনাকে জীবনে কিছু শেখায় না। টানা ১০ বছর ধরে আমি সংগ্রাম করেছি। সেই লড়াই আমাকে ধীরে ধীরে গড়ে তুলেছে। আমি জানি না মানুষ আমাকে কতটা সফল মনে করেন। কিন্তু মানুষ হিসেবে আমি নিজেকে সফল মনে করি। জীবনে হেরে গেলে আমরা বুঝাতে পারি কী হারিয়েছি। ১০ বছরের অপমান, প্রত্যাখ্যান, লজ্জা দুনিয়া আমাকে নিয়ে কী ভাবছে তা নিয়ে মাথা ঘামাতে দেয়নি। আমার বাবা, মাও আমাকে ব্যর্থ বলেছেন।

কিন্তু আমি হার মানতে চাইনি। সে কারণেই জীবনে আজ সফল হতে পেরেছি। শুধু ভারতে নয়, সারা বিশ্বে জয় ও সাফল্যকে খুব বড় করে দেখা হয়। স্কুলে পড়ার সময়ই থেকেই পরীক্ষায় প্রথম হওয়ার জন্য তাঁকে বাবা, মা চাপ দিতেন বাবা, মা। ডাক্তার হওয়ার কথা থাকলেও অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন কঙ্গনা।

তিনি বলেন, আমাদের নিজেদের সন্তানদের শেখানো উচিত্ যে ব্যর্থ হওয়া মানেই জীবন শেষ নয়। আমাদের সমাজে সাফল্য ও ব্যর্থতাকে যে ভাবে দেখা হয় তা মানসিক চাপ তৈরি করে। সে কারণেই মহিলাদের উপর অত্যাচার বাড়ছে বলে মনে করেন কঙ্গনা। তাঁর বোন রঙ্গোলিও অ্যাসিড হামলার শিকার।

কী ভাবে মাত্র ১৭ বছর বয়সে ইন্ডাস্ট্রির এক সিনিয়রের কাছে মানসিক ও শারীরিক ভাবে নির্যাতিত হয়েছিলেন তিনি সে কাহিনিও এদিন তুলে ধরেছেন কঙ্গনা।