English Version
আপডেট : ১৫ জানুয়ারি, ২০১৬ ১৯:০৫

ক্যাটরিনা অনেক ‘হট’ : অনুষ্কা শর্মা

অনলাইন ডেস্ক
ক্যাটরিনা অনেক ‘হট’ : অনুষ্কা শর্মা

‘ফিতুর’এর নতুন গানে ক্যাটরিনার পারফর্ম্যান্সে মোহিত অভিনেত্রী অনুষ্কা শর্মা। অনুষ্কা জানিয়েছেন, ওই গানে ক্যাটরিনার ফিটনেস দেখে তার ভক্ত হয়ে গেছেন  তিনি।

অভিষেক কাপুর পরিচালিত ‘পশমিনা’ গানটিতে আদিত্য রায় কাপুরের সঙ্গে সমসাময়িক নৃত্যশৈলীতে দেখা গেছে ক্যাটরিনাকে। সেটি দেখেই ক্যাটরিনার অনুরাগী হয়ে পড়েছেন অনুষ্কা। তিনি টুইটারে লিখেছেন, ‘ফিতুর’এর গানে ক্যাটরিনাকে ভীষণই ‘হট’ এবং ‘ফিট’ দেখাচ্ছে। প্রসঙ্গত, গতকালই প্রকাশ হয়েছে ‘ফিতুর’এর এই গানটি। ‘পশমিনা’ গানটি লিখেছেন সানন্দ কিরকিরে। গীতিকার অমিত ত্রিবেদী। আগামী ১২ ফেব্রুয়ারি মুক্তি পাবে এই ছবিটি।