English Version
আপডেট : ১৫ জানুয়ারি, ২০১৬ ১৬:৪১

৮৮তম অস্কার একাডেমি অ্যাওয়ার্ডস এ মনোনয়নের পুর্নাঙ্গ তালিকা (ভিডিওসহ)

অনলাইন ডেস্ক
৮৮তম অস্কার একাডেমি অ্যাওয়ার্ডস এ মনোনয়নের পুর্নাঙ্গ তালিকা (ভিডিওসহ)

১৪ জানুয়ারি এবারের ৮৮তম অস্কার একাডেমি অ্যাওয়ার্ডস আসরে ১২টি বিভাগে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেতাসহ মোট ১২ বিভাগে মনোনয়ন পেয়েছে ইনারিতুর ‘দ্য রেভনেন্ট’। মনোনয়নের দিক থেকে ডিক্যাপ্রিও অভিনীত সিনেমাটির পরই আছে ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’। টম হার্ডি এবং শার্লিজ থেরন অভিনীত ডিস্টোপিয়ান সাইফাই সিনেমাটি পেয়েছে ১০টি বিভাগে মনোনয়ন। অপরদিকে রিডলি স্কটের ‘দ্য মার্শান’ ঝুলিতে পুরেছে ৭টি মনোনয়ন। সেরা সিনেমা বিভাগে আরও স্থান পেয়েছে ‘স্পটলাইট’, ‘দ্য বিগ শর্ট’, ‘ব্রুকলিন’, ‘রুম’ এবং ‘ব্রিজ অফ স্পাইস’।

ইনারিতু এবং মিলারের সঙ্গে সেরা পরিচালক বিভাগে লড়বেন টম ম্যাকার্থি (স্পটলাইট), অ্যাডাম ম্যাককে (দ্য বিগ শর্ট) এবং লেনি আব্রাহামসন (রুম)। সেরা অভিনেতা হিসেবে ষষ্ঠবারের মতো অস্কার মনোনয়ন পেয়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও।

অভিনেত্রীদের মধ্যে এ বছর অস্কার মনোনয়ন পেয়েছেন ব্রি লার্সন (রুম), সিয়ার্শা রোনান (ব্রুকলিন), কেট ব্ল্যানচেট (ক্যারল), জেনিফার লরেন্স (জয়) এবং শার্লোট র্যাম্পলিং (ফটির্ ফাইভ ইয়ার্স)।

পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন সিলভেস্টার স্ট্যালন, যিনি গোল্ডেন গ্লোব জিতে নিয়েছেন এরই মধ্যে। এছাড়াও থাকবেন মার্ক রেল্যান্স (ব্রিজ অফ স্পাইস), মার্ক রাফালো (স্পটলাইট), ক্রিশ্চিয়ান বেল (দ্য বিগ শর্ট) এবং টম হার্ডি (দ্য রেভনেন্ট)।

অভিনেত্রীদের মধ্যে আছেন রুনি মারা (ক্যারল), জেনিফার জেসন লেই (দ্য হেইটফুল এইট), অ্যালিসিয়া ভিকান্দার (দ্য ড্যানিশ গার্ল), কেট উইন্সলেট (স্টিভ জবস) এবং রেচেল ম্যাকঅ্যাডামস (স্পটলাইট)।

এবারের অস্কারের আসর বসবে ২৮ ফেব্রুয়ারি, অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ক্রিস রক।  

মনোনয়ন অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখতে ক্লিক করুন (লাইভ)