English Version
আপডেট : ১৪ জানুয়ারি, ২০১৬ ১৬:১৭

প্রেমিকার মান ভাঙ্গাতে দামী গাড়ি উপহার দিলেন সালমান

অনলাইন ডেস্ক
প্রেমিকার মান ভাঙ্গাতে দামী গাড়ি উপহার দিলেন সালমান

প্রেমিকা ক্ষ্যাপলে যে রক্ষা নেই সেটা সব প্রেমিকই কমবেশী জানে। বলিউডের মোস্ট ওয়ান্টেড অবিবাহিত পুরুষ সালমান খানও তার ব্যাতিক্রম নন। বেশ কিছু দিন ধরে কানাঘুষা শোনা যাচ্ছিল, যে ‘ভাইজান’ নাকি এক বিদেশী মডেলের প্রেমে পড়েছেন। গোপনে গোপনে সালমানের সঙ্গে রোমান মডেল লুলিয়া ভান্তুরের নাকি এনগেজমেন্টও হয়ে গিয়েছে। তিনি প্রেমিকার মান ভাঙ্গাতে জন্মদিনে একটি দামী গাড়ি উপহার হিসেবে দিয়েছেন। কিন্তু ‘ভাইজান’ এ কথা স্বীকার না করলেও বিভিন্ন ছবি থেকে তাদের সম্পর্কের প্রমাণ পাওয়া যায়। ২৭ ডিসেম্বর সালমানের জন্মদিনের উৎসবে লুলিয়ার সাথে ফার্ম হাউজে এক সঙ্গে জন্মদিনের অনুষ্ঠান পালন করেন।

কিন্তু সালমানের জন্মদিনের অনুষ্ঠানে লুলিয়া নাকি মোটেই খুশি ছিলেন না। কারণ তিনি 'প্রেমে'র জন্য একটি বার্থডে গান ভিডিও করেছিলেন। যা তাঁর জন্মদিনে চালানোর কথা ছিল। কিন্তু তার সে আশা পূরণ হয়নি। অন্যদিকে সালমানেরও ছিল মুখ ভার। কারন জন্মদিনের পার্টিতে গার্লফ্রেন্ডকে সকলের সঙ্গে কথা বলতে দেখেছিলেন তিনি, যাতে তিনি খুশি হননি। এইসব ঘটনা নিয়ে দুজনের মধ্যে অল্প বিস্তর ঝগড়া হয়েছিল বলে জানা গেছে। সেখান থেকেই ধারণা করা হচ্ছে রোমান প্রেমিকার মানভঞ্জনের জন্যই ‘ভাইজানের’ এই উপহার।