English Version
আপডেট : ১৪ জানুয়ারি, ২০১৬ ১৪:২৩

বলিউড অভিনেত্রীর নগ্ন ভিডিও ইন্টারনেটে!

অনলাইন ডেস্ক
বলিউড অভিনেত্রীর নগ্ন ভিডিও ইন্টারনেটে!

আবারও এক বলিউড অভিনেত্রীর নগ্ন ভিডিও ফাঁস হল ইন্টারনেটে। ঘটনার শিকার অভিনেত্রীর নাম ঊর্বশী রাউতেলা। ব্যাক্তিগত কোন মুহূর্ত নয়, মুক্তির অপেক্ষায় থাকা ‘সনম রে’ সিনেমার শুটিংয়ে প্রায় নগ্ন অবস্থায় একটি স্নানের দৃশ্যে অভিনয়ের সময়কার ভিডিও ফাঁস হয়েছে ইন্টারনেটে। সিনেমাটি পরিচালনা করছেন দিব্যা খোসলা কুমার। শুটিংয়ের ফাঁকে এই ভিডিও ফাঁসের ঘটনায় স্বভাবতই বিরক্ত প্রযোজক সংস্থা। তবে কীভাবে এই দৃশ্যর ভিডিও ফাঁস হলো তা নিয়ে মুখ খুলেননি না পরিচালক-প্রযোজকরা। যদিও ইউটিউবে আপলোডকৃত ঊর্বশীর স্নানের কার্যত নগ্ন ভিডিও মুছে ফেলেছে ইউটিউব কর্তৃপক্ষ।

ঊর্বশীর পাশাপাশি ‘সনম রে’ সিনেমাটিতে আছেন পুলকিত শর্মা, ইয়ামি গৌতম। উত্তরাখণ্ডের ২১ বছরের মেয়ে ঊর্বশি ২০১২ সালে মিস ইন্ডিয়া ইউনিভার্সের খেতাব জেতেন। ২০১৩ সালে সানি দেওলের 'সিং সাব দ্য গ্রেট' সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। আগামী ১২ ফেব্রুয়ারি ‘সনম রে’ মুক্তি পাচ্ছে। তার আগে ঊর্বশীর এই ভিডিও ফাঁসের ঘটনা সিনেমার প্রচারে কতটা সাহায্য করে সেটাই দেখার বিষয়।

'সনম রে' মুভিটির ট্রেইলার দেখতে নিচের ভিডিওটিতে ক্লিক করুন।