English Version
আপডেট : ১৩ জানুয়ারি, ২০১৬ ১৬:৩২

মমতা কুলকার্নি কেনিয়ায় প্রযোজনা ব্যবসা করছেন !

নিজস্ব প্রতিবেদক
মমতা কুলকার্নি কেনিয়ায় প্রযোজনা ব্যবসা করছেন !

কেনিয়ায় প্রযোজনা ব্যবসা শুরু করছেন বলিউডের এক সময়ের আলোচিত অভিনেত্রী মমতা কুলকার্নি। বুধবার স্পটবয়ের এক প্রতিবেদনে জানানো হয়, ভারতীয় বংশোদ্ভূত কেনিয়ার ব্যবসায়ী উরু প্যাটেলের সঙ্গে সম্প্রতি প্রযোজনা ব্যবসা শুরু করেছেন নব্বই দশকের আবেদনময়ী এই অভিনেত্রী।

ওই ব্যবসা প্রতিষ্ঠানের এক কর্মচারীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ছদ্মনামে প্রযোজনা ব্যবসা শুরু করেছেন মমতা। এমনকি তাকে এখন চেনাও কঠিন।

২০১৪ সালে মাদকসম্রাট ভিকি গোস্মামিকে বিয়ে করেছিলেন মমতা। মাদক ব্যবসায়ে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করেছিল পুলিশ। পরে অবশ্য মমতাকে ছেড়ে দেয় পুলিশ। শোনা যাচ্ছে, নতুন ব্যবসায়ে বেশ মনোযোগী মমতা। সাড়াও পাচ্ছেন ব্যাপক।