English Version
আপডেট : ১৩ জানুয়ারি, ২০১৬ ১২:০৫

প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক
প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিন আজ

বাংলা গানের জগতে উজ্জল নক্ষত্র রবীন্দ্রসঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরি বন্যার জন্মদিন আজ। রবীন্দ্রসঙ্গীতের জন্য তিনি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গসহ আন্তর্জাতিকভাবে সমাদৃত। এই গুণী শিল্পী ১৩ জানুয়ারি রংপুরে জন্মগ্রহণ করেন। বাবা-মার কাছ থেকেই উৎসাহেই শুরু হয় সঙ্গীতজগতে পথচলা। ভারতের কিংবদন্তী কন্ঠশিল্পী কণিকা বন্দোপাধ্যায়ের শিষ্যদের মধ্যে তাঁকেই সবচেয়ে জনপ্রিয় গণ্য করা হয় । তিনি প্রাথমিক অবস্থায় ছায়ানট ও পরে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে শিক্ষক হিসেবে পান শান্তিদেব ঘোষ, কণিকা বন্দোপাধ্যায়, নীলিমা সেন এবং আশীষ বন্দোপাধ্যায়দের মতো শিক্ষকদের। বাংলাদেশে ফিরে অর্থনীতিতে পড়াশোনা শুরু করেন এবং বুলবুল ললিতকলা একাডেমীতে ভর্তি হন। কিন্তু ১৯৭১ খ্রিস্টাব্দে বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেলে অধ্যয়ন সংক্ষিপ্ত করতে বাধ্য হন। তিনি রবীন্দ্রসঙ্গীত ছাড়াও ধ্রুপদী,টপ্পা ও কীর্তনের  ওপরও শিক্ষাগ্রহণ করেছেন। রেজওয়ানা চৌধুরি বন্যার বহু গানের অ্যালবাম বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত হয়েছে। ১৯৯২ সালে তিনি “সুরের ধারা”  নামে একটি সংগীত শিক্ষা প্রতিষ্ঠান চালু করেন।

শিক্ষাগ্রহন সম্পন্ন হবার পর থেকেই তিনি তার সংগীতের প্রদর্শন, নির্ভুল উচ্চারণ এবং সবচেয়ে কঠিন ও অপ্রচলিত গানগুলোও গাইবার আগ্রহের কারণে বিশ্বভারতী ধারার একজন গুরু হিসাবে বিবেচিত হয়ে আসছেন । ২০০২ থেকে পরপর দুইবার তিনি শ্রেষ্ঠ রবীন্দ্রসংগীত শিল্পী হিসাবে ‘আনন্দ সংগীত পুরস্কার’-এ ভূষিত হন। আন্তর্জাতিকভাবে পৃথিবীর বহু দেশে তিনি বাংলা গান নিয়ে গেছেন। এই গুণী শিল্পীর জন্মদিনে শুভেচ্ছা।