English Version
আপডেট : ১২ জানুয়ারি, ২০১৬ ১৯:২৪

‘ভাইজান’ সালমানের বকেয়া ৩৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
‘ভাইজান’ সালমানের বকেয়া ৩৫ কোটি টাকা

কবির খান-এর ‘বজরঙ্গি ভাইজান’ ২০১৫-র অন্যতম সেরা ছবি হিসেবে দর্শকের মনে জায়গা করে নিয়েছে৷  শুধুমাত্র দেশে নয়, বিদেশেও বক্স অফিসে ঝড় তুলেছে৷বিভিন্ন পুরস্কারের দাবিদার হিসেবে ‘বজরঙ্গি ভাইজান’র নাম উঠে আসছে৷ ইতিমধ্যেই ‘বজরঙ্গি ভাইজান’-এর ঝুলিতে  বেশ  কিছু পুরস্কারও চলে এসেছে৷

তারপরও জানা গেছে, ছবির প্রধান কাণ্ডারি সালমন খান পুরোপুরি পারিশ্রমিক পাননি৷ সুত্রের খবর, এখনও প্রযোজক সংস্থার কাছে পারিশ্রমিকের ৩৫ কোটি টাকা  বাকি রয়েছে সালমনের৷ মুক্তির ছ’মাস পরেও পুরো পারিশ্রমিক আদায় করতে পারেননি সালমান৷ এই বিষযয়ে বিরক্তেও প্রকাশ করেছেন ভাইজান৷