English Version
আপডেট : ১২ জানুয়ারি, ২০১৬ ১৭:০৫

এবার দেশভাগের গল্প নিয়ে ছবিতে জয়া

নিজস্ব প্রতিবেদক
এবার দেশভাগের গল্প নিয়ে ছবিতে জয়া
ফাইল ছবি

ঢালিউড এবং টলিউড জগতের অন্যতম জনপ্রিয় নায়িকা জয়া আহসান। নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। পরিচালক আকরাম খানের পরিচালনায় হাসান আজিজুল হকের ছোটগল্প ‘খাঁচা’ অবলম্বনে নির্মিত ছবিতে জয়া আহসান অভিনয় করবেন বলে জানা গেছে। ‘খাঁচা’ ছবির প্রেক্ষাপট দেশভাগ নিয়ে। বারবার দেশত্যাগের চেষ্টা করছে বাংলাদেশি একটি হিন্দু পরিবার। কিন্তু বারবারই কোনো না কোনো বাধার সম্মুখীন হয় তারা। আর এরকম টানাপড়েন নিয়েই ‘খাঁচা’র গল্প এগিয়ে যাবে বলে জানা যায়। 

নতুন ছবি প্রসঙ্গে  জয়া জানিয়েছেন, ‘খাঁচা’ একটি মনস্তাত্ত্বিক গল্প। একটি পরিবার সুখী জীবনের আশায় দেশত্যাগ করতে চাচ্ছে। এখানে আমার চরিত্রের নাম সরোজিনী। আর সরোজিনীকে কেন্দ্র করেই এগিয়েছে ছবির গল্প। সরোজিনীর জীবনের বিভিন্ন ঘটনা তুলে ধরা হবে ছবিতে’। 

এর আগে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘গেরিলা’তে অভিনয়ের জন্য ২০১১ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছিলেন জয়া আহসান।‘পুত্র’ নামের আরেকটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জয়া। একজন অটিস্টিক শিশু ও তার শিক্ষককে নিয়ে ছবিটির গল্প। কিছুদিন আগে দেশভাগ নিয়ে নির্মিত ভারতীয় বাংলা ছবি 'রাজকাহিনী'তে অভিনয় করেছিলেন বাংলাদেশের এই ব্যস্ত অভিনেত্রী। সৃজিত মুখার্জির ‘রাজকাহিনী’ ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন জয়া আহসান।