English Version
আপডেট : ১১ জানুয়ারি, ২০১৬ ১৭:৫৪

লিওনার্দোর ‘গোল্ডেন’ ভাগ্য!

নিজস্ব প্রতিবেদক
লিওনার্দোর ‘গোল্ডেন’ ভাগ্য!

অস্কার অধরা থাকলেও লিওনার্দোর ভাগ্য কিন্তু বরাবরই ‘গোল্ডেন’! বুকিদের বাজিতে ‘দ্য ডেনিস গার্ল’ এডি রেডমাইন মাইল খানেক এগিয়ে থাকলেও শেষ হাসিটা হাসলেন লিওনার্দো দি ক্যাপ্রিও। চলতি বছরের সেরা অভিনেতার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতলেন তিনি। আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু-র ‘রেভেন্যান্ট’ ছবিতে হিউ গ্রান্টের চরিত্রকে জীবন্ত করে তোলার জন্য।

এর আগেও দু’বার গোল্ডেন ট্রফি হাতে তুলেছিলেন লিও। ২০০৫-এ ‘দ্য অ্যাভিয়েটর’ আর ২০১৪-তে ‘দ্য উল্ফ অব দ্য ওয়াল স্ট্রিট’ দিয়ে বাজিমাত করেছিলেন। ১১টা মনোনয়নের পেরিয়ে এ নিয়ে তিনটি ট্রফি উঠল তাঁর ঝুলিতে। রবিবার বেভারলি হিলসের জমকালো অনুষ্ঠানে বেস্ট ড্রামা ক্যাটেগরিতে জয়ের পর লিওনার্দো দি ক্যাপ্রিও বলেন, আমাদের ইতিহাসকে স্বীকৃতি দেওয়ার সময় এসেছে। একই সঙ্গে তাঁর আর্জি, দেশীয় জমিকে কর্পোরেট আগ্রাসন থেকে রক্ষা করতে হবে। রাষ্ট্রপুঞ্জের পরিবেশ-দূত লিও-র আরও বার্তা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই বিশ্বকে রক্ষা করার সময় এসেছে।

 

আগামী ফেব্রুয়ারিতেই অস্কারের মনোনয়ন ঘোষণা করা হবে। এখন দেখার, শেষমেশ লিও-র ভাগ্যে অস্কারের শিকে ছেঁড়ে কি না! তার আগে নীচের ভিডিওতে দেখে নিন গোল্ডেন গ্লোব জিতে লিওনার্দো কী বললেন।