English Version
আপডেট : ১১ জানুয়ারি, ২০১৬ ১৬:৫৭

রেখাকে 'মা' বললেন ঐশ্বর্য!

নিজস্ব প্রতিবেদক
রেখাকে 'মা' বললেন ঐশ্বর্য!

নতুন বছরে যে বচ্চন পরিবারে এত চমক লুকিয়ে ছিল কে জানত! ‘স্টারডাস্ট অ্যাওয়ার্ড ২০১৬’র মঞ্চ ও মঞ্চের বাইরেই ঘটল সব চমক৷ দীর্ঘদিনের সম্পর্কের বরফ গলিয়ে একে অন্যের আলিঙ্গনে যখন বাঁধা পড়লেন জয়া বচ্চন ও রেখা৷ অন্যদিকে মঞ্চে রেখাকেই ‘মা’ বলে ডেকে উঠলেন বচ্চন বধূ ঐশ্বর্য৷ হ্যাঁ, অবাক করা এরকমই নাটকীয় উপাদানে ঠাসা ছিল অ্যাওয়ার্ড সেরিমোনি৷

অমিতাভ-জয়া-রেখা এই সমীকরণ বলিপাড়ায় দীর্ঘদিনের চর্চার বিষয়৷ সময় গড়িয়েছে, কিন্তু বরফ গলেনি৷ কিন্তু নতুন বছরের শুরুটাই হল অসামান্য চমকে৷ স্টারডাস্ট অ্যাওয়ার্ড সেরিমোনিতে জয়া ও রেখা একে অন্যকে জড়িয়ে ধরলেন৷ প্রথমে হকচকিয়ে গিয়েছিলেন সকলেই৷ পাশে বসা দীপিকা পাড়ুকোনের অভিব্যক্তিতেই ধরা পড়ে, এ ঘটনায় কতখানি বিস্মিত হয়েছেন বলিউডের সকলে৷ সেইসঙ্গে  হাঁফ ছেড়ে বাঁচলেনও প্রত্যেকে৷ দীর্ঘদিনের বিবাদ মিটিয়ে অমিতাভ-জয়া-রেখার সম্পর্কের সমীকরণে ফিরল উষ্ণতা৷

কিন্তু এর মধ্যে বিপত্তি৷ রেখার থেকে বিশেষ পুরস্কার নিতে গিয়ে মঞ্চে তাকে ‘মা’ বলে সম্বোধন করে ফেললেন ঐশ্বর্য রাই৷ এ সম্বোধন জয়ার জন্যই তোলা৷ তবে কি জয়া-রেখার আলিঙ্গনের ঘটনায় আর পাঁচজনের মতো এতটাই আপ্লুত ছিলেন যে, রেখাকেই জয়া বলে ভুল করলেন ঐশ্বর্য? নায়িকা অবশ্য এর উত্তর দেননি৷ তবে এ জল্পনাই ঘুরছে বলি অন্দরে৷