English Version
আপডেট : ১১ জানুয়ারি, ২০১৬ ১১:২৮

দাউদ ইব্রাহিমের বোনের চরিত্রে সোনাক্ষী

অনলাইন ডেস্ক
দাউদ ইব্রাহিমের বোনের চরিত্রে সোনাক্ষী

মাফিয়া ডন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল দাউদ ইব্রাহিমের বোন হাসিনার জীবনী নিয়ে 'হাসিনা : দ্য কুইন অব মুম্বাই' নামে একটি বায়োপিক নির্মাণ করছেন অপূর্ব লাখিয়া। মুভিটির প্রধান চরিত্র হাসিনার ভূমিকায় দেখা যাবে শত্রুঘ্ন সিনহার মেয়ে তারকা অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে।  ইতোমধ্যেই কথাবার্তা চূড়ান্ত করা হয়েছে বলে বলিউডজুড়ে জোরালো গুজব শোনা যাচ্ছে।

তবে এখনও অভিনয়ের ব্যাপারে চুক্তিবদ্ধ হননি বলে জানিয়েছেন সোনাক্ষী। মুভিটির বিষয়বস্তু স্পর্শকাতর হলেও অভিনয় করা বা না করার ক্ষেত্রে সেটা কোনো উদ্বেগের বিষয় নয় বলেও জানান তিনি। বায়োপিকে অভিনয়ের ব্যাপারে কথাবার্তা চলছে জানিয়ে সোনাক্ষী বলেন, এ বিষয়ে আমাদের মধ্যে স্রেফ কথাবার্তা হচ্ছে। চুক্তি স্বাক্ষর না করা পর্যন্ত এ ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না।উল্লেখ্য, ২৮ বছর বয়সী সোনাক্ষী বর্তমানে অভিনয় দেও'র 'ফোর্স-২' এবং এ. আর মুরুগাডোস'র 'আকিরা' মুভির শুটিংয়ের কাজে ব্যস্ত আছেন।