English Version
আপডেট : ১০ জানুয়ারি, ২০১৬ ১৪:৩৩

শাহরুখের ‘দিলওয়ালে’ দেখতে রাজি নন জুহি

নিজস্ব প্রতিবেদক
শাহরুখের ‘দিলওয়ালে’ দেখতে রাজি নন জুহি
ফাইল ছবি

তাদের বন্ধুতা তুলনাহীন। জুহি একসময়ের শাহরুখের নায়িকাও বটে৷ তবু বন্ধুর সিনেমা দেখতে নারাজ জুহি! শাহরুখ খানের ‘দিলওয়ালে’ দেখার ব্যাপারে সটান 'না' বলে দিলেন জুহি চাওলা৷

বলিউডে তাদের বন্ধুতা কারও অজানা নয়৷ শুধু সহ-অভিনেতাই নয়, শাহরুখ খান জুহির ব্যবসায়িক পার্টনারও বটে৷ রুপোলি পর্দাতেও তাদের জোড়ি বেশ জনপ্রিয়৷ ‘ইয়েস বস’, ‘ডর’, ‘রাজু বন গয়া জেন্টলম্যান’, ‘পহেলি’, ‘ভূতনাথ’-এর মতো ছবিতে তাদের একসঙ্গে দেখা গেছে৷ এমন প্রাণের দোস্তের সিনেমা কেন দেখতে চাইছেন না জুহি? তার উত্তর- ছবিটা সম্পর্কে খুব একটা ভাল কিছু শুনিনি৷ তাই দেখব না ভেবেছি৷ 

স্পষ্টবক্তা বলে বলিউডে তাকে সকলেই চেনেন৷ এবারও তাই কোনও রাখঢাক করলেন না৷ অবশ্য এও বলে দিলেন- আমি না দেখলেও ঠিক আছে৷ যদি নাও দেখি, তবু ‘দিলওয়ালে’র কিছু যায় আসে না৷ শাহরুখ-কাজলের সঙ্গে তার যে মনোমালিন্য তা কিন্তু নয়৷ স্রেফ ভালো রিভিউ পাননি, তাই ছবি দেখতে যাচ্ছেন না-এমনটাই সরল সমীকরণে চলেন জুহি৷ তবে বন্ধু শাহরুখের সঙ্গে কি আবারও ছবি করবেন ? জুহির জবাব- কেন করব না? তবে হ্যাঁ, কোনও পরিচালক যদি আমাদের মাথায় রেখে ভাল ছবি করেন তবেই৷

জুহির কথা নিশ্চয়ই কানে উঠেছে বলি-বাদশার৷ আগামী দিনে হয়ত তার প্রোডাকশনেই নতুন কোনও রূপে ফিরতে দেখা যাবে হিট ‘ডর’ জুটিকে৷