English Version
আপডেট : ৯ জানুয়ারি, ২০১৬ ১২:০৯

অবশেষে ‘সুলতান’ সালমানের নায়িকা অনুশকা

অনলাইন ডেস্ক
অবশেষে ‘সুলতান’ সালমানের নায়িকা অনুশকা
ফাইল ছবি

‘কে হবেন ‘সুলতান’ সাল্লুর নায়িকা এই প্রশ্নেরই উত্তর এতদিন খুঁজছিলেন প্রযোজক আদিত্য চোপড়া এবং পরিচালক আলি আব্বাস জাফর। অবশেষে অনেক টালবাহানার পর সলমন খানের নায়িকা হিসেবে বেছে নেওয়া হলো অনুশকা শর্মাকে। প্রিয়াঙ্কা চোপড়া, পরিণীতি চোপড়া এবং কৃতী শ্যাননকে হারিয়ে নায়িকা হবার দৌড়ে এগিয়ে গেলেন আনুশকা। ওই তিনজনের নামও ‘সুলতান’-এর নায়িকা হিসেবে শোনা গিয়েছিল বলিউডে। সেই সঙ্গেই ইন্ডাস্ট্রিতে সালমান খানের সঙ্গেও অনুষ্কাকে অভিনয় করতে দেখবেন দর্শক। এর আগে শাহরুখ খানের সঙ্গে ‘রব নে বনাদি জোড়ি’ এবং আমির খানের সঙ্গে ‘পিকে’তে অভিনয় করে অনুষ্কা তারকাখ্যাতি পান অনুশকা।  অনেক দিন পরে এই ছবির সৌজন্যে অচেনা লুকে সামনে এসেছেন সালমান খান। এই ছবিতে একজন কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করছেন সালমআন। ফার্স্ট লুক প্রকাশের পর তা টুইটারে শেয়ার করেছিলেন সাল্লু মিঞা নিজেই। ইতিমধ্যেই জোরদার ট্রেনিং শুরু করেছেন সাবেক ‘বজরঙ্গী ভাইজান’। যশ রাজ ফিল্মসের ব্যানারে ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ঈদে।