English Version
আপডেট : ৮ জানুয়ারি, ২০১৬ ১৭:৩৪

নিলয়-শখ -এর বিয়ে (ছবি)

নিলয়-শখ -এর বিয়ে (ছবি)

বিনোদন অঙ্গনে বছরের প্রথম বিয়ের সানাই বাজলো। ভালোবেসে বিয়ে করেছেন জনপ্রিয় দুই অভিনয়শিল্পী নিলয় ও শখ। এর মধ্য দিয়ে তাদের দীর্ঘ পাঁচ বছরের প্রেমের সফল সমাপ্তি হল্ বৃহস্পতিবার রাতে পারিবারিকভাবেই দু’জনের চার হাত এক হলো । সেই মুহুর্তের কিছু ছবি পাঠকদের জন্য দেয়া হলো।