English Version
আপডেট : ৭ জানুয়ারি, ২০১৬ ১৬:৫৬

পিপলস চয়েসে সেরা প্রিয়াঙ্কা

নিজস্ব প্রতিবেদক
পিপলস চয়েসে সেরা প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা চোপড়ার স্বপ্নের উড়ান নতুন মাত্রা পেল নতুন বছরের শুরুতে৷ বিগত বছরে হলিউডের সিরিয়ালে কাজ করেছিলেন তিনি৷ আর চলতি বছরের শুরুতে বিদেশের মাটিতে এল স্বীকৃতি৷ ‘কোয়ান্টিকো’ সিরিয়ালে অভিনয়ের জন্য ‘পিপলস চয়েস’ অ্যাওয়ার্ড পেলেন তিনি৷

ঘরের মাটিতে ‘কাশীবাঈ’ হয়ে যেমন তিনি সকলকে মন্ত্রমুগ্ধ করেন, তেমনই মুগ্ধ করেছিলেন সিক্রেট এজেন্সির দুরন্ত এজেন্ট হয়ে৷ তবে সে মুগ্ধতা শুধু দেশের সিনেপ্রেমীদের চোখে লেগে নেই৷ লেগে আছে বিদেশীদের চোখেও৷ আর তাই দর্শকের বিচারে বিদেশের মাটিতে পছন্দের অভিনেত্রীর খেতাব গেল তার কাছেই৷ দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা অভিনেত্রী হিসেবে এই পুরস্কার পেলেন তিনি৷ এই পুরস্কার প্রিয়াঙ্কার হাতে তুলে দিলেন প্রখ্যাত হলি-অভিনেতা ভিন ডিজেল৷

নিজের এই স্বীকৃতির জন্য প্রিয়াঙ্কা অবশ্য ধন্যবাদ জানিয়েছেন তার দর্শককে৷জানিয়েছেন, দর্শক ও ফ্যানদের অকুণ্ঠ সমর্থন ছাড়া তিনি কিছুই নন৷নিজ দেশের মাটিতে জাতীয় পুরস্কার পেয়েছেন প্রিয়াঙ্কা৷ তবে এই খেতাব নিঃসন্দেহে তার কাছে এবং হিন্দি সিনেমার দুনিয়ার কাছে খুবই গুরুত্বপূর্ণ৷ বিদেশের মাটিতে নিজ দেশের সিনেমার প্রতিনিধি হিসেবে নিজেকে অন্য উচ্চতায় তুলে নিয়ে গেলেন প্রিয়াঙ্কা৷ সেইসঙ্গে ভারতীয় সিনেমার অভিনয়ের মানকেও ভিনদেশে প্রতিষ্ঠিত করলেন৷