English Version
আপডেট : ৬ জানুয়ারি, ২০১৬ ১৮:৩০

২৭ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছেন সঞ্জয় দত্ত

নিজস্ব প্রতিবেদক
২৭ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছেন সঞ্জয় দত্ত
ফাইল ছবি

আর কয়েক দিনের মধ্যেই ছাড়া পাচ্ছেন মুন্নাভাই৷ আগামী ২৭ ফেব্রুয়ারি পুণের ইয়েরওয়াডা জেল থেকে ছাড়া পাবেন বলিউড তারকা সঞ্জয় দত্ত৷ ১৯৯৩ সালের মুম্বই দাঙ্গা ও তারপর ধারাবাহিক বিস্ফোরণের সূত্রে এক মামলায় ফেঁসে যান সঞ্জয় দত্ত৷ সাজার মেয়াদ পূর্ণ করার কয়েকদিন আগেই মুক্তি পাচ্ছেন ৫৬ বছরের এই তারকা৷

১৯৯৩ সালে মুম্বই হামলার সময় বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে ২০১৩ সালে সুপ্রিম কোর্টে দোষী সাব্যস্ত হন সঞ্জয় দত্ত৷ এর আগে ২০০৭ সালেই এই মামলায় ছ’বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় মুম্বইয়ের বিশেষ টাডা আদালত৷ ১৮ মাস জেলে থাকার পর ছাড়া পান তিনি৷ এরপর ২০১৩ সালের মার্চ মাসে ফের তাকে জেলে পাঠায় শীর্ষ আদালত৷ সঞ্জয় দাবি করেছিলেন, নিজের পরিবারের সুরক্ষার জন্যই তিনি একে-৫৬ রাইফেল এবং রিভলভার রেখেছিলেন নিজের সঙ্গে৷

কারাদণ্ড হওয়া সত্ত্বেও ২০১৩ সালের মে মাস থেকে ২০১৪ পর্যন্ত ১১৮ দিন জেলের বাইরেই কাটিয়েছেন সঞ্জয় দত্ত। কখনও শারীরিক সমস্যা, কখনো পারিবারিক দরকারে বারবার তাঁকে এই ‘ছুটি’ দেওয়া নিয়ে সমালোচনাও হয়েছে বিস্তর৷ এর পর সাজা কমানোর আরজি জানান সঞ্জয়ের আইনজীবীরা৷ শেষপর্যন্ত সেই ফাইলে সবুজ সঙ্কেত দিল মহারাষ্ট্র সরকার৷