English Version
আপডেট : ৬ জানুয়ারি, ২০১৬ ১৪:৩৪

“দ্য স্পিরিট ক্যান নট বি কিলড্”

অনলাইন ডেস্ক
“দ্য স্পিরিট ক্যান নট বি কিলড্”

মৃত্যুপথযাত্রী মাকে নিয়ে এভাবেই ফেসবুকে ভালবাসা ব্যাক্ত করেছে কন্যা। মা হলো বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দিতি। তাকে নিয়েই মেয়ে লামিহা চৌধুরির বিষাদময় স্ট্যাটাস। স্ট্যাটাসটির শেষ লাইন “দ্য স্পিরিট ক্যান নট বি কিলড্” বা “আত্মার ধ্বংস নেই”। ৫ জানুয়ারি দিবাগত রাত ৩.৫০ মিনিটে  লামিহা ফেসবুকে মা দিতির ছবিসহ একটি স্ট্যাটাস দেন। ছবিতে দেখা যাচ্ছে কেমোথেরাপিতে পড়ে যাচ্ছে দিতির দীঘল কালো চুল। লামিহা লিখেছেন, যখন থেকে চুলগুলি পড়ে যাচ্ছে মা তখন থেকে সেগুলি একটি ব্যাগে সংরক্ষণ করে রাখছেন। তিনি তার অসুস্থতার বিষয়ে আবেগপ্রবণ নন যা ডাক্তারদের পর্যন্ত বিষ্মিত করেছে।

ডাক্তাররা কেমোথেরাপির ফলে চুল পড়ে যাবার বিষয়ে অভিনেত্রী দিতিকে সতর্ক করেছিলেন। কারন সবকিছুর পরও তিনি তো একজন অভিনেত্রী। বিষয়টি তার জন্য সংবেদনশীল হতে পারে। কিন্তু দিতি স্বাভাবিকভাবেই সবকিছু গ্রহণ করেছেন। তিনি বলেছেন চুলগুলি জমিয়ে  নিজের জন্য এবং তার ঘনিষ্ট এক বন্ধুর জন্য দুটি উইগ তৈরি করবেন ।

লামিহা আরও লিখেছেন, দিতি মানসিকভাবে শক্ত আছেন এবং সামনের যেকোন পরিস্থিতি মোকাবেলার করতে তিনি তৈরি। তিনি কখনো ভেঙ্গে পড়েন না, কখনো ভাগ্যকে দোষ দেন না, তিনি নিজের এই অবস্থার জন্য দু:খিত নন। মায়ের আশাবাদী আচরণ কখনো আমাকে বিষ্মিত করে, কখনো অনুপ্রেরণা দেয়। আমি জানি তিনি তার সমগ্র জীবনে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন।

উল্লেখ্য যে চিত্রনায়িকা দিতির মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। চিকিৎসার জন্য তিনি ভারতে যান। গত ২৯ জুলাই চেন্নাইয়ে মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজিতে (এমআইওটি) দিতির মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এরপর ২৫ জুলাই তাঁকে চেন্নাই নিয়ে যাওয়া হয়।

উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’ ছিল দিতির ক্যারিয়ারের প্রথম সিনেমা। যদিও ছবিটি মুক্তি পায়নি। সুভাষ দত্ত পরিচালিত ‘স্বামী স্ত্রী’ সিনেমাতে অভিনয়ের জন্য দিতি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।