English Version
আপডেট : ৬ জানুয়ারি, ২০১৬ ১২:২৩

ধোনির ‘প্রাক্তন প্রেমিকা’র ভূমিকায় দিশা পাটনি

অনলাইন ডেস্ক
ধোনির ‘প্রাক্তন প্রেমিকা’র ভূমিকায় দিশা পাটনি

ক্রিকেট তারকা ভারতের সর্বকালের সফল অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির জীবনচরিত নিয়ে বলিউডে সিনেমা তৈরি হতে যাচ্ছে । সিনেমার নামকরণও করা হয়েছে ‘দ্য আনটোল্ড স্টোরি’ বা ‘না বলা কথা’। পরিচালক নীরজ পান্ডে ধোনীর জীবনী দেখাতে তেমন কোন রাখঢাক করেননি। তাই সিনেমায় ধোনির প্রাক্তন প্রেমিকাও থাকছে।কিন্তু সেই প্রাক্তন প্রেমিকার ভূমিকায় কে অভিনয় করছেন, তা নিয়ে বহুদিন ধরেই চলছিল জল্পনা। এবার জানা গেল তার নাম। রুপালী পর্দায়  ধোনির প্রাক্তন প্রেমিকা হতে চলেছেন তেলেগু অভিনেত্রী দিশা পাটনি। 

তেলেগু অ্যাকশন ছবি ‘লোফার’-এর হাত ধরে অভিনয় দুনিয়ায় পা রাখেন দিশা পাটানি। তাঁর সঙ্গে টাইগার শ্রফের হৃদয়ঘটিত ব্যাপার-স্যাপার রয়েছে বলে বাজারে গুঞ্জন শোনা যায়। জানা গিয়েছে, ছবিতে ধোনির ভূমিকায় অভিনয় করছেন সুশান্ত সিংহ রাজপুত। আর তার প্রেমিকা চরিত্রে নীরজ পান্ডে শেষমেশ দিশাকেই বেছে নিয়েছেন। পরিচালক আশাবাদী দিশা এবং সুশান্তকে এই সম্পর্কে ভালোই মানাবে।