English Version
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৫ ১৬:০৮

রণবীর ১২ বছর বয়সেই প্রথম কনডোম

নিজস্ব প্রতিবেদক
রণবীর ১২ বছর বয়সেই প্রথম কনডোম

বান্ধবী দীপিকা পাড়ুকন শুনলে হয়তো বা বিস্তর চটবেন। কিন্তু, তা-ও সেক্সলাইফ নিয়ে এতটুকু রাখঢাক নেই রণবীর সিংয়ের। দ্বিধাহীন ভাবেই 'বাজিরাও মস্তানি'র নায়ক জানিয়েছেন, কৈশোর থেকেই কন্ডোমের সঙ্গে তাঁর সম্পর্ক। কন্ডোম পরে প্রথমবার সেক্স, মাত্র ১২ তে-ই। ভারতীয় বেশ কিছু গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে। তাঁর কন্ডোমের বিজ্ঞাপনের সূত্র ধরেই সেক্সলাইফ নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন রণদীপ 'কিল দিল' খান। 'লুটেরা'র বরুণ শ্রীবাস্তবের সরল স্বীকারোক্তি, 'ভালোবাসা থেকে সেক্স করিনি। ভিতরের কোনও রিরাংসা চরিতার্থ করার জন্যও নয়। নেহাতই কৌতূহল থেকে আমরা সেক্স করি। তাঁর সেই কৌমার্যহরণের কাহিনি শোনাতে গিয়ে বলেন, শয্যাসঙ্গী মেয়েটি তাঁর স্কুলের কোনও বান্ধবী ছিল না। রণবীরের চেয়ে বয়সে কিছুটা বড়ই ছিল সে। এখানেই না থেমে রণবীর আরও বলেন, এই অভিজ্ঞতা সঞ্চয়ের পর আমার বন্ধুদেরও আমি এ বিষয়ে টিউশন দিতে থাকি। আমি স্কুলে গিয়ে একদম পিছনের বেঞ্চে বসতাম। বন্ধুরাও আমায় ঘিরে ধরে চারপাশে বসত। এই ডেঁপোমির জন্য একবার এক বন্ধুর মা আচ্ছা করে বকুনিও দিয়েছিলেন রণবীরকে।