English Version
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৫ ১২:২৭

কল্পনা চাওলার জীবনী নিয়ে চলচ্চিত্রে প্রিয়াঙ্কা চোপড়া

কল্পনা চাওলার জীবনী নিয়ে চলচ্চিত্রে প্রিয়াঙ্কা চোপড়া

ভারতীয় বংশোদ্ভূত বিখ্যাত মার্কিন নভোচারী এবং নভোযান বিশেষজ্ঞ কল্পনা চাওলা আকাশে হারিয়ে গেছেন চিরতরে। তাঁকে আর সশরীরে কখনই দেখা যাবে না। কলম্বিয়া স্পেস শাটলের বিপর্যয়ে যে সাতজন মহাকাশচারী এবং ক্রু মৃত্যুবরণ করেন তাদের মধ্যে তিনি একজন। ১৯৯৭ সালের নভেম্বর ১৯ -এ পৃথিবীতে অবতরণ করতে গিয়ে বায়ুমণ্ডলের সাথে সংঘর্ষে স্পেসশিপটি বিধ্বস্ত হয়ে গিয়েছিল। তবে এ বার তিনি ফিরে আসছেন রুপালী পর্দায়। বলিউডে কল্পনার জীবনী নির্ভর মুভি তৈরির পরিকল্পনা চলছে বলে শোনা যাচ্ছে৷ আরও শোনা যাচ্ছে যে কল্পনা চাওলার ভূমিকায় অভিনয় করবেন বলিউড সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়া।

এর আগে মেরি কমের বায়োপিকে অভিনয় প্রিয়াঙ্কাকে অভিনেত্রী হিসেবে এক অন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করে৷ সম্প্রতি সঞ্জয় লীলা বনসালির ‘বাজিরাও মস্তানি’-তে কাশীবাঈয়ের ভূমিকাতেও তিনি অনন্য৷ সে কারণেই নাকি কল্পনার বায়োপিকে তিনিই পরিচালক-প্রযোজকের প্রথম পছন্দ৷

তবে এ প্রসঙ্গে এখনই খোলাখুলি কিছু বলতে নারাজ প্রিয়াঙ্কা৷ বিষয়টি অনেকটা এড়িয়ে গিয়ে তিনি বলেছেন, ‘‘অনেক কাজ আছে৷ হাতে সময় খুব কম৷’’ ইদানিং ‘কোয়ান্টিকো’র জন্য ব্যস্ততা বেড়েছে প্রিয়াঙ্কার। শোনা যাচ্ছে নতুন বছরে সঞ্জয় লীলা বনসালির সঙ্গে আরও একটি ছবি করবেন তিনি৷ 

সব কিছু ঠিক থাকলে কল্পনা চাওলার ভূমিকায় দেখা যেতে পারে প্রিয়াঙ্কা চোপড়াকে৷

সূত্র : আনন্দবাজার