English Version
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৫ ১৭:১২

জন্মদিনে সালমানকে বউ উপহার দেবেন দীপিকা!

বিনোদন ডেস্ক
জন্মদিনে সালমানকে বউ উপহার দেবেন দীপিকা!

আগামী ২৭ ডিসেম্বর সালমান খানের জন্মদিন। সে দিন নতুন বউ উপহার পাবেন দাবাং খান। এমন অভিনব গিফট  দেয়ার কথা জানান দীপিকা পাডুকোন। জন্মদিনে সালমানকে বউ উপহার দিতে চান বলিউডের ‘মস্তানি’।

সালমান খানের সঙ্গে তাঁর রোমানিয়ান গার্লফ্রেন্ড লুলিয়া ভানতুরের সম্পর্কের কথা জানেন বলিউডের অনেকেই। সম্প্রতি লুলিয়ার সঙ্গে এক গাড়িতেও দেখা গেছে সল্লু মিঞাকে।যদিও কবে বিয়ে করবেন সে ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন সালমান।

দীপিকার এমন মন্তব্যে শুরু হয়েছে নতুন জল্পনা। লুলিয়ার সঙ্গে সালমানের সম্পর্ক যখন প্রায় পাকা তখন নতুন করে বউ উপহার দেওয়ার কথা কেন বললেন দীপিকা? তা হলে কি ভাঙন ধরল ‘ভাইজান’-এর প্রেমে? এত সব ব্যখ্যা দেননি দীপিকা। শুধু বলেছেন, ‘আমি সালমানকে জন্মদিনে বউ গিফট করব প্ল্যান করেছি।’

বিডিটাইমস৩৬৫ডটকম/জেডএম