English Version
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৫ ১৭:৩৪

টেনিস তারকা রাফায়েল নাদালকে পেয়ে অভিভূত দীপিকা

বিনোদন ডেস্ক
টেনিস তারকা রাফায়েল নাদালকে পেয়ে অভিভূত দীপিকা

‘বাজিরাও মাস্তানির’ প্রমোশন করতে ‘মাস্তানি’ দীপিকা পাডুকোন গিয়েছিলেন দিল্লিতে। কিন্তু সেখানে গিয়ে যে শুধুমাত্র ছবি প্রমোট করলেন তিনি তা নয়, দেখা করলেন রাফায়েল নাদালের সঙ্গে।

ইন্টারন্যাশনাল প্রিমিয়ার টেনিস লিগ বা আইপিটিএলের জন্য দিল্লি এখন জমজমাট আন্তর্জাতিক টেনিস তারকাদের নিয়ে।

শনিবারই রজার ফেদেরারের বিরুদ্ধে পাঁচ সেটের লড়াইয়ে নামেন নাদাল। ম্যাচ জিতে এমনিতেই খোশমেজাজে ছিলেন এই স্প্যানিশ টেনিস তারকা। তারই মধ্যে দেখা করতে এলেন দীপিকা।

বলিউড সুন্দরী তো অভিভূত নাদালকে দেখে। ছবি তুললেন তার সঙ্গে, সে ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। অশেষ ধন্যবাদ দিলেন নাদালকে।

দীপিকার সঙ্গে তাঁর সাক্ষাতের কথা জানাতে ভোললেনি রাফায়েল নাদাল। ফ্যানদের জানিয়ে টুইট করলেন, “উইথ দ্য ইনক্রেডিবল দীপিকা পাডুকোণ।”

সারা জীবন এই সময়টার কথা মনে রাখবেন, সবাইকে এমনটাই এখন বলছেন দীপিকা। ওদিকে নাদাল বলেছেন, পরের বছর আবার এখানে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবেন তিনি। সেটা কী শুধু খেলার আকর্ষণে নাকি অন্য কিছু সেটা অবশ্য ঠিক বোঝা যাচ্ছে না।

 

বিডিটাইমস৩৬৫ ডটকম/জেএইচ/একে