English Version
আপডেট : ৭ ডিসেম্বর, ২০১৫ ১৮:১০

ক্যাটরিনায় বুঁদ ভক্তরা

অনলাইন ডেস্ক
ক্যাটরিনায় বুঁদ ভক্তরা

নিঃসন্দেহে বলা যায় বলিউডে সবচেয়ে অসাধারণ দেহশৈলীর আধিকারীনী ক্যাটরিনা কাইফ। তবে এবার জিকিউ ম্যাগাজিনের প্রচ্ছদে সবাইকে ছাপিয়ে গেলেন তিনি।

প্রচ্ছদ দেখলেইমনে হয় এযেনো আচেনা ক্যাটরিনা। এভাবে তো কখনও তাকে দেখিনি।

তবে কাভারের ছবিটিকে যদি কেউ ‘হট’ বলেন তাহলে ভিতরে ছবিগুলোকে কি বলবেন..!

ছবিগুলোকে যদিকেই মোহনীয় সৌন্দর্ডের কাতারে ফেলেন তাও কম হয়ে যাবে।

অবশ্য আরও একটি ম্যাগাজিনের জন্য ফটো শ্যুট সেরেছেন তিনি। ছবিতুলেছেন রালফ লরেন।

 

তবে তার ছবিতে দর্শকদের বিমুগ্ধ করার ব্যাপারটি যে তিনি এবারই প্রথম করেছেন, তা নয়। তবে এবারের আবেদনটা বেশ ভিন্নই।

ছবিগুলো ছেপেছে ভারতের বিখ্যাত সেলিব্রেটি গসিপ ও সংবাদের ম্যাগাজিন পিংকভ্যালি।

বিডিটাইম৩৬৫ ডটকম/একে