English Version
আপডেট : ৩০ নভেম্বর, ২০১৫ ২০:১৪

“ব্ল্যাক সোয়ান”

বিনোদন ডেস্ক
“ব্ল্যাক সোয়ান”

ব্যালে নর্তকীর কাহিনী নিয়ে নির্মিত “ব্ল্যাক সোয়ান” মুভিটি। মুভিতে ব্যালে ডান্সিং প্লটকে মাষ্টার পিস সাইকোলজিক্যাল থ্রিলার এ রুপান্তর করার ম্যাজিক দেখিয়েছেন পরিচালক ড্যারেন আরোনফক্সি।

নিনা (নাটালি পোর্টম্যান) একজন শহরের পেশাদার নর্তকী, যে কিনা জীবনের প্রায় সবকিছুর চেয়ে নাচকে গুরুত্ব দিয়েছেন। সে প্রায়ই তার দ্বৈত সত্তাকে দেখতে পায় অনেকটা তার সোয়ান লেকের ব্ল্যাক সোয়ানের মতই। নিনা পারদর্শী ছিল হোয়াইট সোয়ানে কিন্তু ব্ল্যাক সোয়ানের প্রতি ধীরে ধীরে দূর্বল হয়ে পড়ে সে।

এতদিন হোয়াইট শোয়ান হিসেবে নেচে আসছিল নিনা। ড্যান্স থিয়েটার ডিরেক্টর টমাস চাইল এবার কেউ হোয়াইট শোয়ান হিসেবে নিজের সিগ্ধতার রুপ এবং ব্লেক শোয়ানের ছল ভোগবিলাসী রুপ দুটি দিকই ফুটিয়ে তুলবে। একপর্যায়ে নিনা থমাসের কাছে তার ব্ল্যাক শোয়ানের যোগ্যতা প্রমানের সুযোগ চায় এবং থমাস তাকে নিষেধ করে।

মুষড়েপরা নিনা নিজেকে জাগিয়ে তোলার চেষ্টা করে। এক পর্যায়ে থমাসকে কামড়ে দেয় নিনা যা ঠিক ব্ল্যাক সোয়ানের মতই আক্রমনাত্মক পরিচয় বহন করে।  ব্যালেরিনা হিসাবে নাটালি পোর্টম্যানের পার্ফরমেন্স আর আরোনফক্সির ডিরেকশনাল ম্যাজিকের সমন্বয় এই মুভির অন্যতম ফিচার।

বিডিটাইমস৩৬৫ডটকম/এসএম/জেডএম