English Version
আপডেট : ২৭ নভেম্বর, ২০১৫ ১২:০১

যৌবন ফিরে পেতে চান না অ্যাঞ্জেলিনা জোলি

অনলাইন ডেস্ক
যৌবন ফিরে পেতে চান না অ্যাঞ্জেলিনা জোলি

ক্যানসার এড়াতে প্রথমে স্তন বাদ দিয়েছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। কিন্তু তাতেই থেমে না থেকে নিজের ডিম্বাশয় এবং ফ্যালোপিয়ান টিউবও বাদ দিয়েছেন তিনি। স্তন ক্যানসার ঘটাতে পারে এমন জিন (বিআরসিএ-১) খুঁজে পাওয়া গিয়েছিল তাঁর শরীরে। আর এ সবের পর বেশ ভালোই আছেন। সম্প্রতি অ্যাঞ্জেলিনা  জানিয়েছেন, মেনোপজের এই সময়টা দারুণ এনজয়  করছেন। তাঁর দাবি, ‘‘আমি বেশ লাকি। পিরিয়ড সংক্রান্ত সমস্যা আমাকে আর সামলাতে হয় না।’’

কিন্তু অনেক মহিলারই ধারণা রয়েছে, মেনোপজ হলেই তাঁরা বুড়ো হয়ে যান। এ ব্যাপারে কী মনে করেন জোলি?  ‘হ্যাঁ এটা ঠিক যে আমি অনুভব করতে পারছি আমার বয়স হয়েছে। তবে সেটা আমার ভালই লাগছে। আমি আর যৌবন ফিরে পেতেও চাই না’।

বিডিটাইমস৩৬৫ডটকম/জেএইচ/জেডএম