English Version
আপডেট : ২৬ নভেম্বর, ২০১৫ ০৩:০৫

তারুণ্যে ভরা কাজল

অনলাইন ডেস্ক
তারুণ্যে ভরা কাজল

বহু বছর পর রুপালি পর্দায় ফিরছেন নন্দিত অভিনেত্রী কাজল।

মুক্তিপ্রতীক্ষিত 'দিলওয়ালে' ছবিতে একেবারে চোখ-ধাঁধানো আবেদনময়ী রূপে দেখা যাবে তাকে।

এ ছবির জন্য তিনি মেদ ছেটেছেন ১২ কেজি। বলা যায় একেবারে মেদহীন অবয়বে দেখা যাবে কাজলকে। শুধু তাই নয় চুলের আঙ্গিকেও আমূল পরিবর্তন এনেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম মিডডের খবর অনুযায়ী, 'দিলওয়ালে' ছবির 'গেরুয়া' শিরোনামের গানটির ভিডিওতে কাজল নিজেকে একেবারেই তরুণীর বেশে উপস্থাপন করেছেন।

আবারো রূপালী পর্দায় নিজদেরে রসায়নের জাদু ছড়িয়েছেন কিং খান ও কাজল।

এর সঙ্গে ১৪ বছর আগে শাহরুখ-কাজলের 'কাভি খুশি কাভি গাম' ছবির 'সুরাজ হুয়া মাধ্যাম' গানটির সাদৃশ্যও খুঁজে পেয়েছেন অনেকেই।

এরই মধ্যে শাহরুখ-কাজল অভিনীত 'গেরুয়া' গানটি বলিউড টপচার্টের শীর্ষস্থান দখল করে নিয়েছে। ইউটিউবে ৮২ লাখ ৬ হাজার ২৬১ বার হিট পড়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও অন্তরা মিত্রা। আর সঙ্গীতায়োজনে আছেন প্রীতম।

'দিলওয়ালে' ছবিতে শাহরুখ-কাজল ছাড়া আরো অভিনয় করেছেন কৃতি শ্যানন ও বরুণ ধাওয়ান। ছবিটি আগামী ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বিডিটাইমস৩৬৫ডটকম/এইচজে/একে/জেডএম/৩.২৪