English Version
আপডেট : ২৬ জুন, ২০২১ ১২:৫৭

নির্বাচনি পরীক্ষা ছাড়ায় এইচএসসি

অনলাইন ডেস্ক
নির্বাচনি পরীক্ষা ছাড়ায় এইচএসসি

এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ আগামী ২৯ জুন থেকে শুরু হচ্ছে। চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত। শুক্রবার (২৫ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি (২০ জুন স্বাক্ষরিত) প্রকাশ করা হয়েছে।

লকডাউনের কারণে এর আগেও ফরম পূরণের সময় বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। ওই সময় বলা হয়েছিল, কোভিড-১৯ অতিমারির কারণে নির্বাচনি পরীক্ষা ছাড়াই ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণ করতে পারবে। তখন ৭ এপ্রিল পর্যন্ত ফরম পূরণের নির্ধারিত সময় ছিল।

সম্পর্কিত খবরএইচএসসির ফরম পূরণের সংশোধিত তারিখ ঘোষণাএইচএসসির ফরম পূরণ শুরু ২৭ জুনপরীক্ষার্থীদের বেশিদিন উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে থাকতে হবে না: শিক্ষামন্ত্রীএরপর সময় বাড়ানোর বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছিল, কবে নাগাদ ফরম পূরণ শুরু করে তা পরে জানিয়ে দেওয়া হবে। শুক্রবার ঢাকা শিক্ষা বোর্ড ফরম পূরণের নতুন সময় প্রকাশ করলো।