English Version
আপডেট : ৬ মার্চ, ২০২১ ০৯:৪০

গাঁজা সেবনের দায়ে ইডেন কলেজের ছাত্রীসহ আটক ৩

অনলাইন ডেস্ক
গাঁজা সেবনের দায়ে ইডেন কলেজের ছাত্রীসহ আটক ৩

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মাদক সেবনের অভিযোগে রাজধানীর ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও আরো এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিম।

শুক্রবার( ৫ মার্চ) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী পঙ্কজ চৌধুরী রাতুল, বহিরাগত আরাফাত আহমেদ সাদ ও ইডেন মহিলা কলেজের দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আসপিয়া আক্তার।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, মাদক সেবনের অভিযোগ তিনজনকে আটক করা হয়েছে। তাদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।