২৪ ঘণ্টার জন্য রাবির আন্দোলন স্থগিত

২৪ ঘণ্টার জন্য আন্দোলন স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে এ আন্দোলন স্থগিত করেন তারা।
আন্দোলনকারী ছাত্রলীগ নেতাকর্মীদের পক্ষে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইলিয়াস হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, 'বিশ্ববিদ্যালয় প্রশাসনেরর অনুরোধে আমরা তাদের সঙ্গে আলোচনায় বসেছিলাম। আমরা তাদের কাছ থেকে নিয়োগ বন্ধ ও ১৯৭৩ এর অধ্যাদেশ সমুন্নত রাখার ব্যাপারে ব্যাখ্যা চেয়েছি। তাদের ব্যাখ্যায় আমরা সন্তুষ্ট হইনি। তারপরও তারা আমাদেরকে অনুরোধ করেছেন।'
এর আগে দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে উপ উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম ও প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান ছাত্রলীগের ৬ জন নেতার সঙ্গে প্রশাসন ভবনে আলোচনায় বসেন। আলোচনা শেষে ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আরো বলেন, 'আজ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ইন্তেকাল করেছেন। এ বিষয়টি মাথায় রেখে আমরা একদিনের জন্য আন্দোলন স্থগিত করছি। আগামীকাল উপাচার্য আমাদের সঙ্গে নিজেই আলোচনায় বসবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। আলোচনায় তারা যদি আমাদেরকে স্পষ্ট করে ব্যাখ্যা দিতে পারে, তাহলে আমরা আর আন্দোলনে যাব না। কিন্তু আগামীকাল উপাচার্য যদি ব্যাখ্যা করতে না পারেন, তাহলে আমরা আবার আন্দোলন শুরু করব।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাংবাদিকদের জানান, আন্দোলনকারীরা শিক্ষকদের প্রতি সম্মান জানিয়ে আজকের মত আন্দোলন স্থগিত করেছে। আগামীকালকে আবার তাদের সঙ্গে আলোচনা হবে।
এর আগে গতকাল সোমবার রাত ৯ টায় বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবন ও প্রশাসন ভবনে তালা লাগিয়ে আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ও বর্তমান কমিটির চাকরিপ্রত্যাশী নেতাকর্মীরা।
তারা দাবি করে আসছিল, বিশ্ববিদ্যালয়ের নিয়োগ শিক্ষা মন্ত্রণালয় কেন বন্ধ করে রেখেছে এবং রাবি উপাচার্য কেন ১৯৭৩ এর অধ্যাদেশ সমুন্নত রাখতে পারেনি, তার প্রতিবাদে আমরা আন্দোলন করছে।