English Version
আপডেট : ৩ জানুয়ারি, ২০২১ ১৬:০৩

করোনায় আক্রান্ত সাবেক গণশিক্ষা সচিব

অনলাইন ডেস্ক
করোনায় আক্রান্ত সাবেক গণশিক্ষা সচিব
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ও পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান আকরাম-আল-হোসেন করোনায় আক্রন্ত। বর্তমানে তিনি ঢাকায় নিজ বাসভবনে চিকিৎসা নিচ্ছেন। আকরাম-আল-হোসেনের পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে। তার পারিবারিক সূত্র জানায়, গত কয়েকদিন ধরেই সাবেক সিনিয়র সচিবের শরীরে জ্বর ও উপসর্গ দেখা যায়। এরপর করোনা টেস্ট করা হলে তার ফল কোভিড-১৯ পজেটিভ আসে। প্রসঙ্গত, অবসরে যাওয়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেনকে পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। এর আগে গত বছরের ৫ জুলাই পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন। তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ভারপ্রাপ্ত সচিব হিসেবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।