English Version
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২০ ১৬:৪০

বিজ্ঞান রাজ্য গড়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু স্কলার সাইন্সের

অনলাইন ডেস্ক
বিজ্ঞান রাজ্য গড়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু স্কলার সাইন্সের

বিজ্ঞান সম্পর্কে সকলকে সহজ ধারণা দেওয়া এবং সহজভাবে বিজ্ঞানকে মানুষের নিকট উপস্থাপন করাই আমাদের প্রয়াস। এছাড়াও মজার ছলে বিজ্ঞানের বিভিন্ন বিষয় সকলকে অবহিত করা আমাদের কাজ। স্কলার সাইন্স মূলত ফেসবুক নির্ভর প্লাটফর্ম। দেশের সাইন্সকে এগিয়ে নিয়ে যাওয়া এবং বহিঃবিশ্বে দেশের বর্তমান শিক্ষাব্যবস্থা তুলে ধরাই আমাদের অভিলাষ।  বিভিন্ন ইভেন্ট, ক্যাম্পেইন আয়োজন করা, সাইন্স প্রজেক্ট সহ সাইন্স সংক্রান্ত  বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা প্রদান এবং লোকবল তৈরি বা প্রদান করে তা সহজতর করা বর্তমানে স্কলার সাইন্সের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন ফাহিম আবরার। এছাড়া তার সাথে আরো সহযোগী হিসেবে রয়েছে চট্টগ্রাম থেকে ইমন খান, রাজশাহী থেকে সাকিব আহমেদ এবং রংপুর থেকে আবিদ আনজুম।

বাংলাদেশের সাইন্সকে উন্নতির চরম শেখরে নিয়ে যাওয়া এবং  সাইন্সকে সহজভাবে সকলের সামনে সবচেয়ে সহজতর ভাবে এবং মজার ছলে বোধগম্যভাবে উপস্থাপন করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু স্কলার সাইন্সের।  

এই বিষয়ে প্রধান নির্বাহী ফাহিম আবরার বলেন, সবচেয়ে বড় বিজ্ঞান রাজ্য গড়ে তোলা এবং শিক্ষার্থীদের প্রজেক্ট বাস্তবায়নে সহায়তা করে তাদের স্বপ্নপূরণে অংশীদার হবার এই প্রয়াসে সবাই সাথে নিয়েই কাজ করে যেতে চায় স্কলার সাইন্স।   

স্কলার সাইন্স বিশ্বাস করে সবার সম্মিলিত প্রচেষ্টাই পারে শিক্ষার্থীদের মধ্যে থেকে বিজ্ঞান ভীতি দূর করে সবাইকে মুক্ত বিজ্ঞান চর্চার প্রতি আগ্রহী করে তুলতে এবং তার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করার লক্ষ্যেই কাজ করছে স্কলার সাইন্স।