English Version
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৯ ১৮:১৯
সূত্র:

৩১ ডিসেম্বর পিইসি-জেএসসির ফল

৩১ ডিসেম্বর পিইসি-জেএসসির ফল

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফল আগামী ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) প্রকাশ করা হবে।

এ তথ্য নিশ্চিত করে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক বলেন, বছরের শেষ তিন দিনের যেকোনো একদিনে ফলপ্রকাশ করার ইচ্ছা ছিল আমাদের। এজন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে সময় চাওয়া হয়েছিল। সেখান থেকে ৩১ ডিসেম্বর সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। এদিন একইসঙ্গে দুই পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ হবে।

২০১৯ সালের প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় সারাদেশের ২৯ লাখ তিন হাজার ৬৩৮ জন শিক্ষার্থী অংশগ্রহণের জন্য নিবন্ধিত হয়েছিল। সারাদেশের সাত হাজার ৪৫৮টি কেন্দ্রের মাধ্যমে এই পরীক্ষা নেওয়া হয়।

তবে বহিষ্কৃত প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর পরীক্ষা গ্রহণ করে ৩১ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশের নির্দেশনা দিয়েছে উচ্চ আদালত।

অন্যদিকে, জিএসসি ও জেডিসি পরীক্ষায় ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী অংশ নেয়। সূচি অনুযায়ী ২ থেকে ১১ নভেম্বর পরীক্ষা হওয়ার কথা থাকলে ঘূর্ণিঝড়ের কারণে তিনদিনের পরীক্ষা পিছিয়ে ১২ নভেম্বর নেওয়া হয়।