English Version
আপডেট : ৪ ডিসেম্বর, ২০১৯ ১৭:০৮
সূত্র:

২০২০ সালের শিক্ষাবর্ষে ছুটি ৮৫ দিন

২০২০ সালের শিক্ষাবর্ষে ছুটি ৮৫ দিন

২০২০ সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুমোদন করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রধান শিক্ষকের সংরক্ষিত তিনদিনের ছুটিসহ বিভিন্ন দিবস উপলক্ষে মোট ৮৫ দিন ছুটি থাকছে। ছুটির তালিকার বিভিন্ন পরীক্ষার সময়সূচিও নির্ধারণ করে দেয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মো. মোকসেদ আলী স্বাক্ষরিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে। তালিকাটি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটসহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরে পাঠানো হয়েছে।   ২০২০ সালের ১৩ জুন থেকে ২৫ জুন পর্যন্ত স্কুলগুলোতে অর্ধবাষিকী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১১ জুলাই অর্ধবার্ষিকী পরীক্ষার ফল প্রকাশ করতে বলা হয়েছে। আর ৩ থেকে ১৭ অক্টোবর নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ নভেম্বর সকল টেস্ট পরীক্ষার ফল প্রকাশ করতে বলা হয়েছে।