English Version
আপডেট : ১২ অক্টোবর, ২০১৯ ১০:৩৭
সূত্র:

ওমর ফারুককে গ্রেফতারের দাবি

ওমর ফারুককে গ্রেফতারের দাবি

যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে গ্রেফতারের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযুদ্ধ মঞ্চ। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রে অবৈধ ক্যাসিনো ও জুয়া পরিচালনায় মদদ দেয়ার অভিযোগে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে তারা। গতকাল বৃহস্পতিবার ( ১০ অক্টোবর) রাজু ভাস্কর্যের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানায় ঢাবি শাখা মুক্তিযুদ্ধ মঞ্চ সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ সময় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করা হয়। মানববন্ধনে আমিনুল ইসলাম বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতি ও ক্যাসিনোবিরোধী শুদ্ধি অভিযানকে স্বাগত জানাই। যারা মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্র দখল করে এ অপকর্মে লিপ্ত হয়েছে তাদের শাস্তি চাই। আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে।’

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রে অবৈধ ক্যাসিনো ও জুয়া পরিচালনা করার মদদ দেয়ার অপরাধে যুবলীগ চেয়ারম্যানকে গ্রেফতার করতে হবে। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রে অবৈধ ক্যাসিনো ও জুয়া পরিচালনার সঙ্গে যারা জড়িত সবাইকে গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে। এই ক্লাবে অবৈধ ক্যাসিনো ও জুয়া পরিচালনা করে সমগ্র মুক্তিযোদ্ধাকে অপমান করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।