English Version
আপডেট : ৩১ জানুয়ারি, ২০১৯ ১৮:১৭
সূত্র:

এসএসসিতে এবার পরীক্ষার্থী বেড়েছে ১ লাখের বেশি

এসএসসিতে এবার পরীক্ষার্থী বেড়েছে ১ লাখের বেশি

২০১৯ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১ লাখ ৩ হাজার ৪৩৪ জন। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান।

তিনি জানান, ২০১৯ সালে আটটি শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় মোট ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। গতবার এই সংখ্যা ছিল ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ জন। এছাড়া এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ২৮ হাজার ৬৮২ প্রতিষ্ঠান এবং মোট কেন্দ্রের সংখ্যা ৩ হাজার ৪৯৭।

আাগামী শনিবার থেকে ২০১৯ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।