English Version
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৮ ১৪:০৮

এন্ট্রিপ্রেনিউরিয়েল ইকোনোমিস্ট ক্লাবের সেমিনার ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
এন্ট্রিপ্রেনিউরিয়েল ইকোনোমিস্ট ক্লাবের সেমিনার ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

গত ২২ ডিসেম্বর ২০১৮ তারিখ, শনিবার ঢাকা স্কুলঅবইকোনোমিকস্এর অনুষ্ঠিতহয়একসেসটুএন্ট্রিপ্রেনিউরিয়েলফাইনেন্সফ্রম দি ব্যাংকিং সেক্টরএবং উদ্যোক্তা অর্থায়নে ব্যাংকএবংএস.ডি.জি ও সি.এস.আর ফর ইয়ংপ্রফেশনাল”শীর্ষক সেমিনার। উক্ত সেমিনারেআলোচকহিসেবেউপস্থিত ছিলেনওয়ানফার্মারব্যবস্থাপনাপরিচালকজনাব কে.এস.এম মোস্তাফিজুররহমানএবংসি.এস.আর সেন্টার, বাংলাদেশেরনির্বাহিপরিচালক শাহামিন এস. জামান। আলোচকদেরসদয়উপস্থিতি ও জ্ঞানগর্ভ আলোচনার জন্য  অনুষ্ঠানের সভাপতির দেশের প্রখ্যাত উদ্যোক্তা অর্থনীতিবিদ, প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবআলী  । ধন্যবাদ জ্ঞাপন করেন রেহানা পারভিন  , সহকারিঅধ্যাপক, ঢাকা স্কুলঅবইকোনোমিকস্ ।

এন্ট্রিপ্রেনিউরিয়েলইকোনোমিস্ট ক্লাবেরবার্ষিকসাধারণসভাঅনুষ্ঠিতহয়। সভায়উপস্থিত ছিলেন, দেশেরপ্রখ্যাত উদ্যোক্তা অর্থনীতিবিদ, প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবআলীএবংক্লাবেরউপদেষ্টা রেহানাপারভিন, সহকারিঅধ্যাপক, ঢাকা স্কুলঅবইকোনোমিকস্। উক্ত সভায় মোহাম্মদ জামান হোসেনকে সভাপতি ও সাদীমাহমুদ কে সধারণ সম্পাদক রেখে ২০ সদস্য বিশিষ্টনয়াকমিটি ঘোষণা করা হয়। নতুনকমিটিরসভাপতিসকলেরসহযোগিতায়বাংলাদেশে উদোক্তার উন্নয়নে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।