কৃষিমন্ত্রী ক্ষমা না চাইলে সারা দেশে অবরোধ

সংসদে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর কোটা সংস্কার আন্দোলনকারীদের নিয়ে দেয়া বক্তব্য বিকাল ৫টার মধ্যে প্রত্যাহার না করলে আবারও অবরোধ কর্মসূচি পালন করে হবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
মঙ্গলবার (১০ এপ্রিল) সকাল ১১টা ২০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেয়া হয়।
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান। তিনি বলেন, ‘মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে মতিয়া চৌধুরী ক্ষমা ও বক্তব্য প্রত্যাহার না করলে আমরা সারাদেশে অবরোধ কর্মসূচি পালন করবো।
এসময় তারা ৭ মের মধ্যে দাবি না মানলে ফের অবরোধ কর্মসূচি দিয়ে দেশ অচল করার হুমকি দেয়।
‘কোটা সংস্কারের আন্দোলন স্থগিত আছে’ জানিয়ে তিনি বলেন, ‘যারা নতুন কমিটি করেছে তারা স্বার্থ হাসিলের জন্যই এ কমিটি করেছে। তবে এ বিষয়টি ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করা হলে আন্দোলন করে তা প্রতিহত করা হবে।’
সোমবার (৯ এপ্রিল) সংসদে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘যারা দেশের জন্য জীবন বাজি রাখেন, পৃথিবীর সব দেশে তাদের জন্য বিশেষ সুযোগ থাকে। মুক্তিযোদ্ধাদের সন্তানেরা সুযোগ পাবে না, রাজাকারের বাচ্চারা সুযোগ পাবে? তাদের জন্য মুক্তিযোদ্ধা কোটা সংকুচিত হবে? রাজধানী কেন্দ্রিক একটি এলিট শ্রেণি তৈরির চক্রান্ত চলছে। তারই মহড়া গতকাল আমরা দেখলাম।’
আন্দোলনকারীদের পক্ষে রাশেদ খান বলেন, ‘ভিসির বাসভবনে হামলাকারীরা বহিরাগত এবং এ ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।’ পাশাপাশি ‘হামলাকারী পুলিশের শাস্তি ও ক্ষতিপূরণের’ দাবি জানান তিনি।