English Version
আপডেট : ২৫ মার্চ, ২০১৮ ১৭:৫১

এইচএসসির প্রশ্ন নির্ধারণ লটারিতে

অনলাইন ডেস্ক
এইচএসসির প্রশ্ন নির্ধারণ লটারিতে

 উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে লটারির মাধ্যমে প্রশ্ন নির্ধারণ করা হবে। এর আগে একাধিক প্রশ্ন কেন্দ্রে পৌঁছাবে এবং সেখান থেকে লটারির মাধ্যমে একটি প্রশ্ন বেছে নেয়া হবে। 

পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার নিরাপত্তা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এমন তথ্য জানান তিনি। বৈঠকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপস্থিত ছিলেন।

সচিব জানান, এবার যেকোনো মূল্যে বাংলাদেশের যে প্রান্তেই পরীক্ষার কেন্দ্র থাকুক আধা ঘণ্টা আগে সেখানে প্রশ্ন পৌঁছে যাবে। এর আগে বা পরে নয় এবং পরীক্ষার ২৫ মিনিট আগে একাধিক প্রশ্নের সেট থেকে একটি প্রশ্ন বেছে নেয়া হবে। 

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসির প্রায় প্রতিটি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। ফলে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় শিক্ষা মন্ত্রণালয়কে। সংসদে শিক্ষামন্ত্রীর পদত্যাগও দাবি ওঠে।

আগামী ২ এপ্রিল শুরু হবে এইচএসসি ও সমমান পরীক্ষা। চলবে ১৩ মে পর্যন্ত। ১ এপ্রিল সরকারি ছুটি হওয়ায় একদিন পিছিয়ে পরীক্ষার রুটিন তৈরি করা হয়েছে।